National

দেশে এবার ৮ সিংহের দেহেও ধরা পড়ল করোনা উপসর্গ

ভারতে এবার ৮ সিংহের দেহেও ধরা পড়ল করোনা উপসর্গ। তাদের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপাতত রিপোর্টের জন্য অপেক্ষা চলছে।

Published by
News Desk

আমেরিকার চিড়িয়াখানায় করোনার প্রথম ঢেউয়ের সময়ই সিংহ সহ অন্য পশুর দেহে করোনা ধরা পড়েছিল। মনে করা হয়েছিল পশুদের দেখাশোনা যাঁরা করেন তাঁদের করোনা হয়েছিল। আর তাঁদের থেকেই পশুদের মধ্যেও করোনা ছড়ায়।

কিন্তু ভারতে এমন কোনও ঘটনা তখন দেখা যায়নি। করোনার দ্বিতীয় ঢেউতে কিন্তু ভারতে সেই সংক্রমণ দেখতে পাওয়া যেতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

হায়দরাবাদের নেহেরু জুলজিক্যাল পার্ক-এর ৮টি এশিয়াটিক লায়ন-এর দেহে করোনার উপসর্গ ধরা পড়েছে। এই চিড়িয়াখানা ২ দিন আগেই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

পশুদের দেখভালের দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁদেরই নজরে পড়ে উপসর্গগুলি। ৪টি পুরুষ সিংহ ও ৪টি সিংহীর মধ্যে নাক দিয়ে জল পড়া, কাশি ও খাওয়ার ইচ্ছা না থাকার মত উপসর্গ নজরে পড়ে।

উপসর্গ নজরে আসতেই তাদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার রিপোর্ট আসা বাকি। তবে ৮টি সিংহকে কড়া নজরে রাখা হয়েছে। যদি তাদের করোনাই ধরা পড়ে তাহলে ভারতে এই প্রথম কোনও পশুর দেহে করোনা পাওয়া যাবে।

যদি তাদের করোনা হয় তাহলে তাদের দেহে করোনা মানুষ থেকে নাকি অন্য কোনওভাবে প্রবেশ করেছে তাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk