National

দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

ভারতে দৈনিক সংক্রমণ এদিন কিছুটা হলেও কমল। পরপর ২ দিন এই নিয়ে কমল সংক্রমণ। এদিন একদিনে ৩ লক্ষ পার করেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

Published by
News Desk

২ দিন আগেই হৃৎস্পন্দন বাড়িয়ে ৪ লক্ষ পার করে গিয়েছিল একদিনে সংক্রমণ। তারপর পরপর ২ দিন কমল সংক্রমণ। আগের দিন ৪ লক্ষের নিচে নামে একদিনে সংক্রমণ। এদিন তার চেয়েও নিচে নামল দৈনিক সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। তাহলে কী চূড়া ছুঁয়ে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ হ্রাস শুরু হয়ে গেল? ২ দিনের চিত্রেই তেমন একটা ক্ষীণ আশার আলো দেখছেন মানুষজন।

এদিন ১৫ লক্ষ ৪ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এটাও উল্লেখযোগ্য। কারণ গত দিনের তুলনায় ৩ হাজার নমুনা পরীক্ষা কম হয়েছে এদিন। তার জেরেই সংক্রমণ সংখ্যা কমেছে এমনটা নয়তো? এ প্রশ্ন তুলছেন অনেকে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যুও কিছুটা হলেও কমেছে। এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯টি।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৬৬৯ জনের। এছাড়া দিল্লিতে ৪০৭ জনের, ছত্তিসগড়ে ১৯৯ জনের, উত্তরপ্রদেশে ২৮৮ জনের, কর্ণাটকে ২১৭ জনের, গুজরাটে ১৫৩ জনের, রাজস্থানে ১৫৯ জনের, পঞ্জাবে ১৫৭ জনের, ঝাড়খণ্ডে ১৫৫ জনের ও তামিলনাড়ুতে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১০ শতাংশ।

দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি গত দিনের তুলনায় কিছুটা কমেছে। ৬৩ হাজার ৯৯৮ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৭.১৩ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগী।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে ৩ লক্ষের ওপর মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭৩২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮১.৭৭ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts