National

লকডাউন নয়, রাজ্যগুলিকে অন্য পরামর্শ দিল স্বরাষ্ট্রমন্ত্রক

করোনার প্রথম ঢেউয়ের সময় যে লকডাউন নজর কেড়েছিল সে রাস্তায় এবার না হাঁটার পরামর্শই দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বরং রাজ্যগুলিকে তারা অন্য পথে হাঁটার পরামর্শ দিয়েছে।

Published by
News Desk

লকডাউন যে এবার গত বছরের মত করে হবে না তা ইতিমধ্যেই বুঝতে শুরু করেছেন অনেকে। হওয়ার হলে ভারত এখন যে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আগেই লকডাউন করে দেওয়া যেত।

তা যখন সরকার করেনি, তার মানে লকডাউনের পথে হাঁটতে সরকার রাজি নয়। আর সেকথাই কার্যত এদিন স্পষ্ট করে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। লকডাউন নয়, বরং অন্য রাস্তায় করোনা রোখার দিক নির্দেশ করল মন্ত্রক।

রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলির প্রশাসনকে স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউন নয়, কন্টেনমেন্ট জোনের রাস্তায় হাঁটতে পরামর্শ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ জেলা বা এলাকা ভিত্তিক কন্টেনমেন্ট জোন ঘোষণা করে করোনা রুখতে।

যেখানে করোনার বাড়বাড়ন্ত খুব বেশি সেখানে কন্টেনমেন্ট জোন ঘোষণা করতে বলেছে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জমায়েতে নিষেধাজ্ঞা জারি হোক। এছাড়া করোনা পরীক্ষা আরও বাড়ানো হোক। পরীক্ষার ফলের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই ব্যবস্থা আপাতত ৩১ মে পর্যন্ত বলবৎ রাখতে পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম করতে সকলকে পরামর্শ দিতেও বলেছে মন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk