National

এবার দিনে ৪ লক্ষের দিকে এগোচ্ছে সংক্রমণ

ভারতে দৈনিক সংক্রমণ এবার ৪ লক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এদিন ৩ লক্ষ ৭৯ হাজার পার করেছে সংক্রমণ। মৃত্যু নয়া উচ্চতা ছুঁয়েছে।

Published by
News Desk

ভারতে সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ নামার কোনও লক্ষ্মণই নেই। এবার তো দৈনিক সংক্রমণ ৪ লক্ষের দিকে ছুটছে। গত একদিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে দেশে।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। তাহলে কোথায় শেষ করবে দৈনিক সংক্রমণ? কোথায় পৌঁছলে মিলবে চূড়া? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

এদিন ১৭ লক্ষ ৬৮ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু সাড়ে ৩ হাজারের গণ্ডিও পার করে গেল। এই প্রথম একদিনে দেশে সাড়ে ৩ হাজারের ওপর মানুষের প্রাণ কাড়ল করোনা। এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জন।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫ জনের। এই প্রথম মহারাষ্ট্রে একদিনে ১ হাজার পার করল মৃত্যু। প্রসঙ্গত দেশেই এই প্রথম কোনও রাজ্যে একদিনে করোনায় মৃত্যু ১ হাজার পার করল।

এছাড়া দিল্লিতে ৩৬৮ জনের, ছত্তিসগড়ে ২৭৯ জনের, উত্তরপ্রদেশে ২৬৫ জনের, কর্ণাটকে ২২৯ জনের, গুজরাটে ১৭৪ জনের, রাজস্থানে ১২০ জনের, পঞ্জাবে ১৪২ জনের, ঝাড়খণ্ডে ১৪৯ জনের, মধ্যপ্রদেশে ১০৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১১ শতাংশ।

দেশে এদিন অ্যাকটিভ রোগী গত দিনের তুলনায় অনেকটা বেড়েছে। ফের ১ লক্ষ পার করেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। ১ লক্ষ ৬ হাজার ১০৫ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৬.৭৯ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬৯ হাজার ৫০৭ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮২.১০ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts