National

এবার দিনে ৪ লক্ষের দিকে এগোচ্ছে সংক্রমণ

ভারতে দৈনিক সংক্রমণ এবার ৪ লক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এদিন ৩ লক্ষ ৭৯ হাজার পার করেছে সংক্রমণ। মৃত্যু নয়া উচ্চতা ছুঁয়েছে।

ভারতে সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ নামার কোনও লক্ষ্মণই নেই। এবার তো দৈনিক সংক্রমণ ৪ লক্ষের দিকে ছুটছে। গত একদিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে দেশে।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। তাহলে কোথায় শেষ করবে দৈনিক সংক্রমণ? কোথায় পৌঁছলে মিলবে চূড়া? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

এদিন ১৭ লক্ষ ৬৮ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু সাড়ে ৩ হাজারের গণ্ডিও পার করে গেল। এই প্রথম একদিনে দেশে সাড়ে ৩ হাজারের ওপর মানুষের প্রাণ কাড়ল করোনা। এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জন।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫ জনের। এই প্রথম মহারাষ্ট্রে একদিনে ১ হাজার পার করল মৃত্যু। প্রসঙ্গত দেশেই এই প্রথম কোনও রাজ্যে একদিনে করোনায় মৃত্যু ১ হাজার পার করল।

এছাড়া দিল্লিতে ৩৬৮ জনের, ছত্তিসগড়ে ২৭৯ জনের, উত্তরপ্রদেশে ২৬৫ জনের, কর্ণাটকে ২২৯ জনের, গুজরাটে ১৭৪ জনের, রাজস্থানে ১২০ জনের, পঞ্জাবে ১৪২ জনের, ঝাড়খণ্ডে ১৪৯ জনের, মধ্যপ্রদেশে ১০৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১১ শতাংশ।

দেশে এদিন অ্যাকটিভ রোগী গত দিনের তুলনায় অনেকটা বেড়েছে। ফের ১ লক্ষ পার করেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। ১ লক্ষ ৬ হাজার ১০৫ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৬.৭৯ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬৯ হাজার ৫০৭ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮২.১০ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025