National

এই প্রথম একদিনে ৩ হাজারের পার মৃত্যু

একদিন আগেও কিছুটা আশার আলো দেখেছিলেন অনেকে। মনে হয়েছিল এবার বুঝি সংক্রমণ কমল। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সব আশা মুছে গেল।

Published by
News Desk

আগের দিন কিছুটা কমেছিল দৈনিক সংক্রমণ। যা কিছুটা হলেও আশার আলো দেখিয়েছিল। অনেকের মনে হয়েছিল এবার তাহলে কমতে শুরু করবে সংক্রমণ। কিন্তু সেই আশার আলো ঝুপ করে নিভে গেল এদিন।

একদিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিতের খোঁজ মিলল দেশে। এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। তাহলে কোথায় শেষ করবে দৈনিক সংক্রমণ? কোথায় পৌঁছলে মিলবে চূড়া? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

এদিন ১৭ লক্ষ ২৩ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু এদিন ৩ হাজারের গণ্ডিও পার করে গেল। এই প্রথম একদিনে দেশে ৩ হাজারের ওপর মানুষের প্রাণ কাড়ল করোনা। এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের।

মোট মৃতের সংখ্যাও এদিন ২ লক্ষ পার করে গেল। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ১৮৭ জন। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের, দিল্লিতে ৩৮১ জনের, ছত্তিসগড়ে ২৪৬ জনের, উত্তরপ্রদেশে ২৬৪ জনের, কর্ণাটকে ১৮০ জনের, গুজরাটে ১৭০ জনের, রাজস্থানে ১২১ জনের, পঞ্জাবে ১০০ জনের, ঝাড়খণ্ডে ১৩১ জনের। এছাড়া মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.১২ শতাংশে।

দেশে এদিন অ্যাকটিভ রোগী গত দিনের তুলনায় অনেকটা বেড়েছে। ৯৬ হাজার ৫০৫ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৬.৫৫ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬১ হাজার ১৬২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮২.৩৩ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts