National

করোনা রোগীর মৃত্যু, আক্রমণের মুখে চিকিৎসকেরা

রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর চড়াও হওয়ার ছবি এর আগেও দেখা গেছে। এবার করোনা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একই ঘটনা ঘটল।

৬৭ বছরের এক বৃদ্ধাকে করোনা সংক্রমিত অবস্থায় আনা হয়েছিল হাসপাতালে। রোগীর পরিবারের দাবি আইসিইউ-তে ভর্তি করার কথা ছিল তাঁকে।

অভিযোগ, হাসপাতালে বেড না থাকায় আইসিইউ-তে ভর্তি করতে কিছুটা সময় লেগে যায়। যা ওই বৃদ্ধার মৃত্যুর কারণ হয়। এখান থেকেই ক্ষোভের সূত্রপাত। তারপর সেই ক্ষোভ গিয়ে আছড়ে পড়ল চিকিৎসকদের ওপর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অভিযোগ, মঙ্গলবার সকাল ৮ থেকে ১০টার মধ্যে দিল্লির অ্যাপোলো হাসপাতালের গেটের কাছে রোগীর পরিবারের আক্রমণের মুখে পড়তে হয় চিকিৎসকদের।

ঘটনায় বেশ কয়েকজন চিকিৎসক আহত হন। হাসপাতালের সুরক্ষার দায়িত্বে থাকা সুরক্ষাকর্মীরা মারমুখী যুবকদের আটকানোর চেষ্টাও করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও অভিযোগ পুলিশকে বিষয়টি জানানো হলেও পুলিশ আসতে দেরি করে। বেলা ১১টা নাগাদ পুলিশ আসে।

পরে অবশ্য হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এর সঙ্গে যুক্ত তার খোঁজ চলছে। সারা দেশের সঙ্গেই করোনার দ্বিতীয় ঢেউতে কাবু দিল্লি। মৃত্যু মিছিল চলছে প্রতিদিন।

সংক্রমণ লাগামছাড়া। হাসপাতালে বেডের অপ্রতুলতা রয়েছে। অক্সিজেন সংকটও প্রবল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি জানাচ্ছেন। তার মধ্যে এমন একটা ঘটনায় কার্যত হতবাক গোটা দেশ।

Show More