National

করোনার উপসর্গ দেখা দেওয়ায় মাকে রাস্তায় ফেলে পালাল যুবক

করোনা আবহে এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হল দেশ। যেখানে মায়ের শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে গেল ছেলে।

Published by
News Desk

করোনার দ্বিতীয় ঢেউতে কার্যত বেসামাল গোটা দেশ। এই অবস্থায় বাড়িতে কারও করোনা হলে গোটা পরিবার তটস্থ থাকছে। সমস্যা বাড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছেন সকলে। কিন্তু তার উল্টোটাও যে হতে পারে তার জ্বলন্ত উদাহরণ দেখা গেল।

প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এক ব্যক্তির স্ত্রী থাকেন তাঁর ছেলের সঙ্গে। মহিলার বয়স ৫৮ বছর। গত রবিবার তিনি তাঁর ছেলেকে জানান তাঁর শ্বাস নিতে অসুবিধা হচ্ছে।

একথা শোনার পরই ছেলে ধরে নেয় তার মায়ের করোনা হয়েছে। এই অবস্থায় প্রথমেই হাসপাতালে মাকে ভর্তি করার কথা ভাবা স্বাভাবিক ছিল। কিন্তু ছেলেটি তা করেনি।

সে তার মাকে নিয়ে তার দিদির শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। কিন্তু কোনও কারণে সেখানে না গিয়ে মাঝ রাস্তায় মাকে নামিয়ে দেয়। তারপর সেখান থেকে চম্পট দেয়।

ঘটনার খবর পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। কিন্তু পরে তাঁর মৃত্যু হয়। ছেলেটি যে তার মাকে ফেলে দিয়ে যাচ্ছে তা কয়েকজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে।

নির্দিষ্ট ধারায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিখোঁজ ওই যুবক। তাকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কানপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk