National

অক্সিজেন ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

অক্সিজেনের ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্র। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। যা এই সময়ে সঠিক সিদ্ধান্ত বলে মেনে নিচ্ছেন সকলেই।

Published by
News Desk

অক্সিজেনের আকাল নিয়ে গোটা দেশজুড়েই তোলপাড় চলছে। কোভিড হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা মেটাতে বিদেশেও ছুটছে ভারতীয় বায়ুসেনা।

ভারতে অক্সিজেনের উৎপাদন যেভাবে পারা যায় বাড়ানোর চেষ্টা চলছে। এই অবস্থায় তরল অক্সিজেন এখন এক কথায় জীবন হয়ে উঠেছে। তাই এবার তরল অক্সিজেন ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত তরল অক্সিজেন কেবলমাত্র স্বাস্থ্যক্ষেত্রেই ব্যবহার হবে। অন্য কোনও কারণে নয়।

দেশের বহু কারখানাতেই অক্সিজেন নানা কাজে লাগে। সেখানে অক্সিজেনের চাহিদাও সারা বছর লেগে থাকে। কিন্তু এদিনের ঘোষণার পর সেখানে আর অক্সিজেন ব্যবহার করা যাবে না। এই অক্সিজেন কেবলমাত্র স্বাস্থ্য সংক্রান্ত কারণেই ব্যবহার করা সম্ভব।

এই অর্ডার আপাতত বলবৎ থাকবে। ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ না সরকার এ বিষয়ে নতুন কোনও অর্ডার ইস্যু করছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলেই।

এতে দেশে স্বাস্থ্যক্ষেত্রে বিপুল পরিমাণ অক্সিজেনের চাহিদা অনেকটা মিটবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে যে সব জায়গায় অক্সিজেন তৈরি হয় সেখানে সর্বোচ্চ ক্ষমতায় অক্সিজেন উৎপাদনে জোর দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk