National

হাসপাতাল ভরেছে অক্সিজেনে, মৃত ২২ রোগী

অক্সিজেনই জীবন দেয়। সেই অক্সিজেন ছড়িয়ে পড়ল গোটা হাসপাতালে। আর তার জেরেই মৃত্যু হল ২২ জন রোগীর।

দেশে করোনা পরিস্থিতি জটিল আকার নিয়েছে। এই পরিস্থিতিতে অক্সিজেন কার্যত সাক্ষাৎ জীবন হয়ে সামনে আসছে। অক্সিজেনের যোগান ঠিক রাখতে প্রশাসনিক স্তরে চলছে চরম তৎপরতা।

এই অবস্থায় হাসপাতাল তো বটেই এমনকি তার সামনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল অক্সিজেন। সাদা ধোঁয়ার মত অক্সিজেনে মুখ ঢাকল গোটা চত্বর।

ঘটনাটি ঘটেছে নাসিকে। নাসিকের ডক্টর জাকির হুসেন হাসপাতালে তখন মরণাপন্ন রোগী রয়েছেন অনেকে। তাঁদের অক্সিজেন দেওয়া হচ্ছে।

এদিকে বাইরে থাকা অক্সিজেন সিলিন্ডারে তখন পোরা হচ্ছিল অক্সিজেন। আচমকাই অক্সিজেন সেই বিশাল স্টোরেজ সিলিন্ডার থেকে বার হতে শুরু করে।

ছড়িয়ে পড়তে থাকে অক্সিজেন। আর সেখান থেকে অক্সিজেন রাস্তায় ছড়িয়ে পড়ায় রোগীদের মুখে থাকা অক্সিজেন মাস্কে অক্সিজেনের চাপ কমতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয় রোগীদের।

অক্সিজেন না পেয়ে প্রবল শ্বাসকষ্টে অবশেষে মৃত্যু হয় ২২ জন রোগীর। গোটা ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছে নাসিক পুরসভা।

এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনায় বিজেপি শাসিত পুরসভার দিকেই আঙুল তুলেছে কংগ্রেস।

কংগ্রেসের দাবি, নাসিক পুরসভা বিজেপির শাসনে রয়েছে। তাই এই ঘটনার দায় বিজেপিকেই নিতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button