National

১ লাখ পার করে ফের নিচে নামল সংক্রমণ

একদিন আগেই ২৪ ঘণ্টায় ১ লক্ষ সংক্রমণ ধরা পড়েছিল দেশে। এবার সেখান থেকে নেমে একদিনে সংক্রমণ ফের ১ লক্ষের নিচে নামল।

নয়াদিল্লি : এপ্রিলের শুরুতেই দেশ করোনা সংক্রমণের লাফ দেখছে। আর তার পঞ্চম দিনে এসে রেকর্ড গড়ে ভারত। ওইদিন প্রথমবারের জন্য একদিনে ১ লক্ষের ওপর সংক্রমিতের খোঁজ মিলল ভারতে। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে দেশে সোমবার ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন সংক্রমিতের খোঁজ মিলেছিল। অবশ্য সেই পরিস্থিতি বজায় রইল না। এদিন ফের সংক্রমণ ১ লক্ষের নিচে নেমেছে। এদিন সংক্রমিত হয়েছেন ৯৬ হাজার ৯৮২ জন।

মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তিসগড়, গুজরাট, কেরালা, তামিলনাড়ু তো বটেই এখন কর্ণাটক, দিল্লি, পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যেও বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় দেশে ক্রমশ অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।

ফেব্রুয়ারিতেও যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমতে কমতে ১ লক্ষের নিচে যাওয়ার উপক্রম হয়েছিল, সেখানে বাড়তে বাড়তে তা এখন ৮ লক্ষের দরজায় পৌঁছে গেছে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৩ লক্ষের ওপর বেড়েছে। ১২ লক্ষ ১১ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা হয়েছে। যেখানে নমুনা পরীক্ষা এতটা বেড়েছে সেখানে সংক্রমিত কমেছে।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১ কোটি ২৬ লক্ষ ৮৬ হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে। এখন একদিনে ১ লক্ষ পার করছে সংক্রমিতের মোট সংখ্যা। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিনও সংক্রমিতের চেয়ে অনেকটা কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা অনেক বেড়েছে।

এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ লক্ষের দরজায় পৌঁছে গেছে। দাঁড়িয়েছে ৭ লক্ষ ৮৮ হাজার ২২৩ জনে। একদিনে বেড়েছে ৪৬ হাজার ৩৯৩ জন।

এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ায় অ্যাকটিভ রোগীর শতাংশের হারও ফের বেড়েছে। বেড়ে হয়েছে ৬.২১ শতাংশ।

এপ্রিল শুরুই হয়েছে সাড়ে ৪০০ পার করা দৈনিক করোনায় মৃত্যু দিয়ে। মাঝে তা ৭০০-র ঘরে লাফ দিয়েছিল। এদিন অবশ্য মৃত্যু হয়েছে ৪৪৬ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৫৪৭ জন। মৃত্যুর হার আরও কমেছে। ১.৩১ শতাংশ থেকে মৃত্যুর হার কমে হয়েছে ১.৩০ শতাংশ।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ কিছুটা পিছিয়ে গেছে। রাজ্যে গত দিন ৪ জনের মৃত্যু হয়েছে।‌ গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫৫ জনের। পঞ্জাবে ৭২ জনের। কর্ণাটকে ৩২ জনের মৃত্যু হয়েছে। ছত্তিসগড়ে ৪৪ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দৈনিক সংক্রমিতের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫০ হাজার ১৪৩ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লক্ষ ৩২ হাজার ২৭৯ জন। সুস্থতার হার নেমে দাঁড়িয়েছে ৯২.৪৮ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025