National

একদিনে ৭২ হাজার সংক্রমণ, সাড়ে ৪০০ পার মৃত্যু

চিন্তা বাড়িয়ে দেশে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। দেশে ৭২ হাজারের ওপর মানুষ গত একদিনে সংক্রমণের শিকার হয়েছেন।

Published by
News Desk

নয়াদিল্লি : বোকা বানানো নয়, বরং দেশবাসীকে প্রবল উদ্বেগের মধ্যেই ফেলল পয়লা এপ্রিল। এপ্রিলের শুরুতেই দেশে ৭২ হাজার পার করল একদিনে সংক্রমণ। যা শেষ দেখা গিয়েছিল গত বছরের অক্টোবর মাসে।

এখন হুহু করে বাড়ছে সংক্রমণ। এদিন সংক্রমিত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন। মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তিসগড়, গুজরাট, কেরালা তো বটেই এখন কর্ণাটক, তামিলনাড়ু সহ অন্য রাজ্যেও বাড়ছে সংক্রমণ।

সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় দেশে ক্রমশ অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে। ফেব্রুয়ারিতেও যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমতে কমতে ১ লক্ষের নিচে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে তা বাড়তে বাড়তে এখন প্রায় ৬ লক্ষের দরজায় পৌঁছে গেছে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১ লক্ষ বেড়েছে। ১১ লক্ষ ২৫ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা হয়েছে।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১ কোটি ২২ লক্ষ ২১ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। এখন প্রতি ২ দিনে ১ লক্ষ পার করছে সংক্রমিতের মোট সংখ্যা।

সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিনও সংক্রমিতের চেয়ে অনেক কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষের দরজায় পৌঁছে গেছে। দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৪ হাজার ৫৫ জনে। একদিনে বেড়েছে ৩১ হাজার ৪৮৯ জন।

এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ায় অ্যাকটিভ রোগীর শতাংশের হারও ফের বেড়েছে। বেড়ে ৪.৭৮ শতাংশে দাঁড়িয়েছে করোনা অ্যাকটিভ রোগীর হার।

মার্চের প্রথম দিকে ১০০-র ওপরই থেকেছিল দৈনিক মৃত্যু। তা এখন বাড়ছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৯২৭টি। মৃত্যুর হার অবশ্য ১.৩৪ শতাংশ থেকে নেমে এদিন হয়েছে ১.৩৩ শতাংশ।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ কিছুটা পিছিয়ে গেছে। রাজ্যে গত দিন ২ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৭ জনের। পঞ্জাবে ৫৫ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৫ জনের। কর্ণাটকে ২৬ জনের মৃত্যু হয়েছে। ছত্তিসগড়ে ৩৯ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দৈনিক সংক্রমিতের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৩৮২ জন। এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৭৪ হাজার ৬৮৩ জন। সুস্থতার হার ৯৪ শতাংশের ঘর ছেড়ে ৯৩ শতাংশে নেমেছে। নেমে দাঁড়িয়েছে ৯৩.৮৯ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts