National

চিন্তা বাড়িয়ে আবারও ফিরল অক্টোবরের দৈনিক সংক্রমণ

শেষ বার অক্টোবরে এই সংখ্যাটা দেখা গিয়েছিল। এদিন সেখানে ফের পৌঁছল দেশের দৈনিক সংক্রমণ। প্রতিদিনই দৈনিক সংক্রমণ লাফিয়ে বাড়ছে।

Published by
News Desk

নয়াদিল্লি : মার্চে পড়ার পর থেকেই দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এখন লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়েই চলেছে। অক্টোবরের পর একদিনে সংক্রমণ আবার এদিন পৌঁছল ৬৮ হাজারের ঘরে। এদিন সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ২০ জন।

মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তিসগড়, গুজরাট, কেরালা তো বটেই এখন কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যেও বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় দেশে ক্রমশ অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।‌

ফেব্রুয়ারিতেও যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমতে কমতে ১ লক্ষের নিচে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে তা বাড়তে বাড়তে এদিন সাড়ে ৫ লক্ষ পার করল। এদিন দেশে ৯ লক্ষ ১৩ হাজার ৩১৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে ২ লক্ষের ওপর কমেছে নমুনা পরীক্ষা। কিন্তু সংক্রমণ অনেকটা বেড়েছে।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১ কোটি ২০ লক্ষ ৩৯ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। এখন প্রতি ২ দিনে ১ লক্ষ পার করছে সংক্রমিতের মোট সংখ্যা।

সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিনও সংক্রমিতের চেয়ে অনেক কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা সাড়ে ৫ লক্ষ পার করেছে। দাঁড়িয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৮০৮ জনে। একদিনে বেড়েছে ৩৫ হাজার ৪৯৮ জন।

এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ায় অ্যাকটিভ রোগীর শতাংশের হারও ফের বেড়েছে। বেড়ে ৪.৩৩ শতাংশে দাঁড়িয়েছে করোনা অ্যাকটিভ রোগীর হার।

মার্চের প্রথম দিকে ১০০-র ওপরই থেকেছিল দৈনিক মৃত্যু। তা এখন প্রতিদিনই আগের দিনের তুলনায় বাড়ছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯১ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৮৪৩টি। মৃত্যুর হার ১.৩৫ শতাংশ থেকে নেমে হয়েছে ১.৩৪ শতাংশ।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ কিছুটা পিছিয়ে গেছে। রাজ্যে গত দিন ২ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৮ জনের। পঞ্জাবে ৬৯ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১২ জনের। কর্ণাটকেও ১২ জনের মৃত্যু হয়েছে। ছত্তিসগড়ে ১৫ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দৈনিক সংক্রমিতের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ২৩১ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৫৫ হাজার ৯৯৩ জন। সুস্থতার হার নেমে দাঁড়িয়েছে ৯৪.৩২ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts