National

দিদির প্ররোচনায় বোনকে ধর্ষণ করল জামাইবাবু

Published by
News Desk

নিজের বোনকে ধর্ষণ করতে স্বামীকে মদত দিল দিদি। তাও আবার বোনের বয়স কত? মাত্র ৮ বছর। শুধু স্বামীই নয়, ধর্ষণে দোসর হয়েছিল আরও ১ জন। পাশবিক এই ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রে। স্থানীয় মানুষের সাহায্যে এক স্বেচ্ছাসেবী সংস্থা খবরটা পায়। তারপর তারাই পুলিশে খবর দেয়। অভি‌যোগক্রমে পুলিশ দিদি ও জামাইবাবুকে গ্রেফতার করেছে। আর একজনের তল্লাশি চলছে। বাবা-মা মারা যাওয়ার পর ছোট্ট বোনটা দিদি জামাইবাবুর কাছেই থাকত। পুলিশ সূত্রের খবর, দিদির মদতে দিনমজুর জামাইবাবু সপ্তাহ খানেক ধরেই ৮ বছরের শালিকে ধর্ষণ করছিল। এই কাজে আরও একজনকে জুটিয়েছিল সে। পুরো কাজটা চলত দিদির প্রত্যক্ষ মদতে। ওই নাবালিকার চিকিৎসা শুরু হয়েছে। তার শরীরে যৌন হয়রানির হদিসও পেয়েছেন চিকিৎসকেরা।

 

Share
Published by
News Desk