National

দেশে বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ, লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ রোগী

দেশে দৈনিক সংক্রমণ প্রতিদিনই এখন তার গত দিনের সংখ্যাকে টপকে যাচ্ছে। এই প্রাত্যহিক সংক্রমণ বৃদ্ধি চিন্তার ভাঁজ পুরু করছে সকলের।

Published by
News Desk

নয়াদিল্লি : মার্চে পড়ার পর থেকেই দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এখন লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়েই চলেছে। ৫ মাস পর একদিনে সংক্রমণ গত দিনই পৌঁছেছিল ৬২ হাজারের ঘরে। এদিন সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৭১৪ জন।

মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তিসগড়, গুজরাট, কেরালা তো বটেই এখন কর্ণাটক, তামিলনাড়ু সহ অন্য রাজ্যেও বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় দেশে ক্রমশ অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।

ফেব্রুয়ারিতেও যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমতে কমতে ১ লক্ষের নিচে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে তা বাড়তে বাড়তে এদিন ৫ লক্ষের দরজায় পৌঁছে গেছে।

এদিন দেশে ১১ লক্ষ ৮১ হাজার ২৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১ কোটি ১৯ লক্ষ ৭১ হাজার ৬২৪ জনে দাঁড়িয়েছে। এখন প্রতি ২ দিনে ১ লক্ষ পার করছে সংক্রমিতের মোট সংখ্যা।

সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিনও সংক্রমিতের চেয়ে অনেক কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ লক্ষের দরজায় পৌঁছে গেছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৬ হাজার ৩১০ জনে। একদিনে বেড়েছে ৩৩ হাজার ৬৬৩ জন।

এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ায় অ্যাকটিভ রোগীর শতাংশের হার বেড়ে ৪ পার করেছে। বেড়ে হয়েছে ৪.০৬ শতাংশ।

মার্চের প্রথম দিকে ১০০-র ওপরই থাকছিল দৈনিক মৃত্যু। তা এখন প্রতিদিনই আগের দিনের তুলনায় বাড়ছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫৫২টি। মৃত্যুর হার রয়েছে ১.৩৫ শতাংশে।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ কিছুটা পিছিয়ে গেছে। রাজ্যে গত দিন ২ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৬৬ জনের। পঞ্জাবে ৪৫ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৪ জনের। দিল্লিতে ১০ জনের মৃত্যু হয়েছে। ছত্তিসগড়ে ১৩ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দৈনিক সংক্রমিতের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ৭৩৯ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লক্ষ ২৩ হাজার ৭৬২ জন। সুস্থতার হার নেমেছে দাঁড়িয়েছে ৯৪.৫৯ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts