National

বাঁদরদের হাত থেকে রেহাই পেতে এবার অন্য দাওয়াই

বাঁদরদের উপদ্রব এতটাই বেড়েছে যে বিষয়টি আলোচ্য হয়ে উঠেছে বিধানসভাতেও। বাঁদরদের হাত থেকে রেহাই পেতে এবার একদম অন্য রাস্তায় হাঁটতে চলেছে সরকার।

বেঙ্গালুরু : পরিস্থিতি ক্রমেই যেন হাতের বাইরে চলে যাচ্ছে। বাঁদরদের দৌরাত্ম্যে জেরবার মানুষজন। ল্যাজ উঁচিয়ে দল বেঁধে চাষ জমিতে ঢুকে ফসল নষ্ট করছে তারা। কর্ণাটকের মালনাড অঞ্চলের পরিস্থিতি নিয়ে তাই ঘুম উড়েছে প্রশাসনেরও। দেড় বছর আগে প্রস্তাবিত হয়েছিল শিবমোগ্গা জেলায় সাগরের কাছে একটি ‘মাঙ্কি পার্ক’ হবে। কিন্তু এখনও তার কোনও চিহ্নই দেখা যায়নি।

বিজেপি শাসিত এই রাজ্যে এক বিজেপি বিধায়ক আরাগা জ্ঞানেন্দ্র প্রশ্ন তুলেছেন তাঁরই সরকারের বিরুদ্ধে। কার্যত তাঁর প্রশ্নের মুখে পড়ে কর্ণাটকের শিল্পমন্ত্রী জানান বাঁদরদের হাত থেকে রেহাই পেতে এবার সরকার হিমাচল প্রদেশের মডেলকে কাজে লাগাতে চলেছে।

হিমাচল প্রদেশে খুব সাফল্যের সাথে বাঁদরদের বন্ধ্যাত্বকরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। তাই কর্ণাটকেও এমন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। কিন্তু আরাগা জ্ঞানেন্দ্র এই কর্মসূচির বিষয়েও প্রশ্ন তোলেন।

তিনি উষ্মা প্রকাশ করে বলেছেন, আগে ৬ কোটি টাকা দিয়ে ‘মাঙ্কি পার্ক’ তৈরির সিদ্ধান্ত নেয় সরকার। দেড় বছর কেটে যাওয়ার পর এখন তারা বলছে বন্ধ্যাকরণ কর্মসূচি চালু হবে। যার জন্য আবার ২৫ লক্ষ টাকা খরচ হবে।

শিল্পমন্ত্রী অবশ্য জানিয়েছেন, বন্ধ্যাত্বকরণের জন্য ১২ জন ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরাই বাঁদরগুলির দেখভাল করে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেবেন। সেইসঙ্গে পূর্ব পরিকল্পিত মাঙ্কি পার্কও তৈরি করা হবে।

বাঁদরদের দৌরাত্ম্যের বিষয়ে শুধু জ্ঞানেন্দ্রই নন জেডিএস নেতা শ্রীনিবাস গৌড়াও অভিযোগ জানিয়েছেন। বাঁদররা কোলারের বিভিন্ন বাড়িতে ঢুকে বাসিন্দাদের বিরক্ত করছে ও নানা ক্ষতি করছে বলে জানিয়েছেন শ্রীনিবাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025