National

দেশে কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

দেশে ফের করোনা পরিস্থিতি জটিল আকার নিয়েছে। তবে এদিন কিছুটা কমেছে সংক্রমণ। সংক্রমণ কমার পাশাপাশি ২০০-র নিচে নেমেছে মৃত্যু।

Published by
News Desk

নয়াদিল্লি : মার্চে পড়ার পর থেকেই দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এখন লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়ে চলার প্রবণতাই গত কয়েকদিনে দেখা গেছে। তবে এদিন তা কিছুটা হলেও কমেছে। এদিন সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৭১৫ জন।

মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তিসগড়, গুজরাট, কেরালা তো বটেই এখন কর্ণাটক, তামিলনাড়ু সহ অন্য রাজ্যেও বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় দেশে ক্রমশ অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।

ফেব্রুয়ারিতেও যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমতে কমতে ১ লক্ষের নিচে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে এখন তা বাড়তে বাড়তে এদিন ৩ লক্ষ পার করেছে।

এদিন সংক্রমিতের সংখ্যা কমলেও অ্যাকটিভ রোগী বেড়েছে। এদিন দেশে ৯ লক্ষ ৬৭ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১ কোটি ১৬ লক্ষ ৮৬ হাজার ৭৯৬ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিনও সংক্রমিতের চেয়ে অনেক কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে।

এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ৩৭৭ জনে। একদিনে বেড়েছে ১০ হাজার ৭৩১ জন। এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ায় অ্যাকটিভ রোগীর শতাংশের হারও ফের বেড়েছে। বেড়ে ২.৯৬ শতাংশে দাঁড়িয়েছে করোনা অ্যাকটিভ রোগীর হার।

মার্চের বেশিরভাগ দিনই ১০০-র ওপরই থেকেছে দৈনিক মৃত্যু। এখন প্রতিদিনই আগের দিনের তুলনায় বেড়ে চলেছে দৈনিক মৃত্যু। এদিন অবশ্য দৈনিক মৃত্যু ২০০-র নিচে নেমেছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬০ হাজার ১৬৬টি। মৃত্যুর হার এখন ১.৩৭ শতাংশে রয়েছে।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ কিছুটা পিছিয়ে গেছে। রাজ্যে গত দিন ২ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৮ জনের। পঞ্জাবে ৫৮ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১২ জনের। ছত্তিসগড়ে ১২ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দৈনিক সংক্রমিতের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৭৮৫ জন। এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১১ লক্ষ ৮১ হাজার ২৫৩ জন। সুস্থতার হার নেমেছে ৯৫.৬৭ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts