National

বিয়ে করব কনে খুঁজে দিন, পুলিশের কাছে আর্জি

বিয়ে করতে চান তিনি। তবে পাত্রী জুটছে না। তাই এবার পাত্রী চেয়ে সোজা পুলিশের কাছে দরবার করলেন পাত্র। আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকেও।

Published by
News Desk

মুজফ্ফরনগর (উত্তরপ্রদেশ) : বিয়ে করতে চান তিনি। যত দ্রুত সম্ভব। কিন্তু অনেক চেষ্টা করেও পাত্রী জুটছে না। কোনও মেয়েই তাঁকে বিয়ে করতে রাজি হচ্ছেন না।

এমনটা নয় যে তাঁর আর্থিক অবস্থা খারাপ। প্রসাধনীর দোকান থেকে মাসের শেষে ভালই উপার্জন হয়। কোনও বদভ্যাসও নেই।

এসব সত্ত্বেও পাত্রীরা দেখলেই না করে দিচ্ছেন। তাই এবার বিয়ের পাত্রী পেতে সোজা পুলিশ স্টেশনে হাজির ২৬ বছর বয়সী পাত্র।

উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বাসিন্দা আজিম মনসুরি বিয়ে করতে চেয়ে পুলিশের সহযোগিতায় চিঠি পাঠিয়েছেন মহকুমা শাসকের কাছেও।

এমনকি বিয়ের অদম্য ইচ্ছাকে বাস্তবায়িত করতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও সমস্যা জানিয়ে চিঠি পাঠিয়েছেন আজিম।

২৬ বছরের এক যুবকের তাহলে পাত্রী জুটছে না কেন? এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাঁর উচ্চতায়। সব থেকেও আজিমের সমস্যা তাঁর উচ্চতা।

মাত্র ২ ফুট উচ্চতার স্বামী মেনে নিতে পারছেন না কোনও মেয়েই। ফলে পত্রপাঠ তাঁরা না করে দিচ্ছেন। আর এতেই মনের দুঃখ ক্রমশ বাড়ছে আজিমের।

এবার মরিয়া হয়ে প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী, সকলের কাছে একটা পাত্রী খুঁজে দেওয়ার আবেদন নিয়ে হাজির হয়েছেন আজিম।

পুলিশ প্রশাসনও পড়েছে ফাঁপরে। মাত্র ২ ফুটের আজিমকে কেউই নিজের জীবনসঙ্গী বানাতে রাজি নন। এতে পুলিশই বা কি করে!

তবে নাছোড়বান্দা আজিম আবারও গত সপ্তাহে শামলি কোতওয়ালি থানার স্টেশন হাউস অফিসারের দ্বারস্থ হয়েছেন এই একই আবেদন নিয়ে। পুলিশ কতদূর কি করতে পারবে জানা নেই। তবে আজিম যে সহজে আশা ছাড়বেন না তা স্পষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk