National

দেশে ফের ২ লক্ষ পার করল অ্যাকটিভ রোগীর সংখ্যা

মহারাষ্ট্র, পঞ্জাব, কেরালার হাত ধরে দেশে সংক্রমণ কিন্তু এখন উর্ধ্বমুখী। বিশেষত মহারাষ্ট্রে হুহু করে বাড়ছে সংক্রমণ। এদিন ২ লক্ষ পার করে গেল অ্যাকটিভ রোগীর সংখ্যা।

নয়াদিল্লি : মার্চে পড়ার পর থেকেই দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ১৫ হাজারি ঘর পার করে এখন ২০ হাজারের ওপর থাকছে প্রাত্যহিক সংক্রমণ। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা।

এদিন সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৮৮২ জন। মহারাষ্ট্র, পঞ্জাব, কেরালা তো বটেই এখন কর্ণাটক, তামিলনাড়ুর মত রাজ্যেও বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় দেশে ক্রমশ অ্যাকটিভ রোগী সংখ্যা বাড়ছে।

এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের ২ লক্ষ পার করে গেল। অথচ ফেব্রুয়ারিতেও অ্যাকটিভ রোগী সংখ্যা প্রায় ১ লক্ষের কাছে পৌঁছে গিয়েছিল। অনেকেই মনে করছিলেন কয়েকদিনের মধ্যেই তা ১ লক্ষেরও নিচে চলে যাবে।

কিন্তু তারপর থেকে বাড়তে বাড়তে ফের ২ লক্ষ পার করল অ্যাকটিভ রোগী। এদিন দেশে ৮ লক্ষ ৪০ হাজার ৬৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার ৭২৮ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিনও সংক্রমিতের চেয়ে কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে।

এদিন দেশে অ্যাকটিভ রোগী সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ২ হাজার ২২ জনে। একদিনে বেড়েছে ৪ হাজার ৭৮৫ জন। এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ায় অ্যাকটিভ রোগীর শতাংশের হারও ফের বেড়েছে। ১.৭৮ শতাংশে দাঁড়িয়েছে করোনা অ্যাকটিভ রোগীর হার।

ফেব্রুয়ারির বেশিরভাগ দিন ১০০-র নিচেই থেকেছে মৃতের সংখ্যা। কোনও দিন ১০০-র বেশি তো কোনও দিন কম হচ্ছিল দৈনিক মৃতের সংখ্যা। এখন কিন্তু মৃতের সংখ্যাও বাড়ছে।

এদিন মৃত্যু হয়েছে ১৪০ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৪৪৬টি। মৃত্যুর হার এদিন ১.৪০ শতাংশেই দাঁড়িয়ে আছে।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে কিছুটা পিছনেই রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে গত দিন ১ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৬ জনের। পঞ্জাবে ৩৪ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৪ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৯৫৭ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ৭৩ হাজার ২৬০ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৮২ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

তুলা রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

ধনু রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মকর রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কুম্ভ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

November 26, 2025