National

১০১ জন মৃত, বাড়ল অ্যাকটিভ রোগী

ভারতে গত একদিনে করোনায় মৃত্যু হল ঠিক ১০১ জনের। অ্যাকটিভ রোগীর সংখ্যা কিন্তু সামান্য হলেও বাড়ল। মৃত্যুর নিরিখে এখনও দেশে ১ নম্বরে মহারাষ্ট্র।

Published by
News Desk

নয়াদিল্লি : ফেব্রুয়ারিতে মূলত দেশে দৈনিক সংক্রমণ ১৫ হাজারের নিচে ঘুরপাক খেয়েছে। ১০ হাজারি ঘরে ২ বার পৌঁছলেও তা ধরে রাখতে পারেনি দৈনিক সংক্রমিতের সংখ্যা। এদিনও সংখ্যাটা ১০ হাজারের ওপরই রয়েছে।

এদিন সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৮৮১ জন। দেশে ৭ লক্ষ ২৬ হাজার ৫৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা বেড়েছে।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৯ লক্ষ ৫০ হাজার ২০১ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন কিন্তু সংক্রমিতের চেয়ে কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা আবার বেড়েছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৩৪২ জনে। একদিনে বেড়েছে ৭৯৩ জন। গত ২ মাসে যেমন টানা কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা, তা কিন্তু এখন নেই।

এখন সেই ধারাবাহিকতায় প্রায়ই ছেদ পড়ছে। এদিকে করোনা অ্যাকটিভ রোগীর হার আগের দিনের সঙ্গে একই রয়ে গেছে। ১.২৫ শতাংশে রয়েছে করোনা অ্যাকটিভ রোগীর হার।

নতুন বছরের শুরুতে ২০০-র ঘরেই ছিল দেশে দৈনিক করোনায় মৃত্যু। পরে দৈনিক করোনায় মৃতের সংখ্যা ২০০-র নিচেই থাকছিল। ফেব্রুয়ারির বেশিরভাগ দিন ১০০-র নিচেই থেকেছে মৃতের সংখ্যা। এদিন কিন্তু মৃত্যু হয়েছে ঠিক ১০১ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ১৪টি। মৃত্যুর হার এদিন কমেছে। ১.৪৩ শতাংশ থেকে কমে হয়েছে ১.৪২ শতাংশ।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে কিছুটা পিছনে চলে গেছে পশ্চিমবঙ্গ। রাজ্যে গত দিন ২ জনের মৃত্যু হওয়ার সুবাদেই এটা সম্ভব হয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪০ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৬ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯৮৭ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লক্ষ ৫৬ হাজার ৮৪৫ জন। সুস্থতার হার ফের এদিন কমেছে। ৯৭.৩৩ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৯৭.৩২ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts