National

বিমান ছিনতাইয়ের সম্ভাবনা, মুম্বই-হায়দরাবাদ-চেন্নাই বিমানবন্দরে হাই অ্যালার্ট

Published by
News Desk

বিমানবন্দর সুরক্ষা কমিটির কাছে গত শনিবার হায়দরাবাদ থেকে একটি ই-মেল আসে। এক মহিলার পাঠানো সেই ই-মেলে সতর্ক করা হয় চেন্নাই, হায়দরাবাদ ও মুম্বই বিমানবন্দর থেকে বিমান ছিনতাইয়ের ছক কষছে ২৩ জন যুবক। ই-মেলটিকে লঘুভাবে নেয়নি বিমানবন্দর সুরক্ষা কমিটি। দ্রুত কমিটির বৈঠক ডেকে ব্যবস্থা গ্রহণ করা হয়। বাড়ানো হয় সুরক্ষা। এই ৩ বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। প্রচুর সুরক্ষাকর্মী মোতায়েন করা হয়েছে। প্রত্যেক যাত্রীকে খুঁটিয়ে পরীক্ষা করে তবেই বিমানবন্দরের মধ্যে যেতে দেওয়া হচ্ছে। তাঁদের লাগেজও স্ক্যান করা হচ্ছে খুঁটিয়ে। তবে সুরক্ষা বন্দোবস্ত জোরদার করা হলেও এজন্য কোথাও বিমান ওঠা-নামা নিয়ে কোনও সমস্যা হয়নি। সঠিক সময়েই ওঠা-নামা করেছে বিমান। যাত্রীদেরও অযথা দুশ্চিন্তা করতে মানা করা হয়েছে।

 

Share
Published by
News Desk