National

দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৯ লক্ষ পার

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মহারাষ্ট্র ও কেরালায় যেভাবে সংক্রমণ বাড়ছে তার জেরেই এই পরিস্থিতি। এদিকে একদিনে মৃত্যু হয়েছে ৯২ জনের।

নয়াদিল্লি : ফেব্রুয়ারিতে মূলত দেশে দৈনিক সংক্রমণ ১৫ হাজারের নিচে ঘুরপাক খেয়েছে। ১০ হাজারি ঘরে ২ বার পৌঁছলেও তা ধরে রাখতে পারেনি দৈনিক সংক্রমিতের সংখ্যা। সেই ১৫ হাজারের নিচে ঘুরপাক খাওয়া সংক্রমণের সংখ্যা এদিনও বজায় রইল।

এদিন সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৯৪ জন। যার মধ্যে কেরালা ও মহারাষ্ট্র, এই ২ রাজ্য মিলিয়েই সংক্রমিত হয়েছেন ৯০৮২ জন। বাকি হাজার তিনেক সারা দেশ মিলিয়ে। এদিন দেশে ৬ লক্ষ ৯৭ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা হয়েছে।আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কমেছে।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১ কোটি ৯ লক্ষ পার করেছে। ১ কোটি ৯ লক্ষ ৪ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে মোট সংক্রমিতের সংখ্যা।

সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন কিন্তু সংক্রমিতের চেয়ে কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৫৬৭ জনে। একদিনে বেড়েছে ৯৯৬ জন। করোনা অ্যাকটিভ রোগীর হার বেড়েছে। ১.২৫ শতাংশ থেকে বেড়ে ১.২৬ শতাংশ হয়েছে।

নতুন বছরের শুরুতে ২০০-র ঘরেই ছিল দেশে দৈনিক করোনায় মৃত্যু। পরে দৈনিক করোনায় মৃতের সংখ্যা ২০০-র নিচেই থাকছিল। ফেব্রুয়ারির বেশিরভাগ দিন ১০০-র নিচেই থেকেছে মৃতের সংখ্যা।

এদিন মৃত্যু হয়েছে ৯২ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৬৪২টি। ১.৪৩ শতাংশে রয়েছে মৃত্যুর হার।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে কিছুটা পিছনে চলে গেছে পশ্চিমবঙ্গ। রাজ্যে মৃত্যু গত দিন ১ জন হওয়ার সুবাদেই এটা সম্ভব হয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৮ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৬ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ১০৬ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লক্ষ ১১ হাজার ৭৩১ জন। সুস্থতার হার কমেছে। ৯৭.৩২ শতাংশ থেকে কমে হয়েছে ৯৭.৩১ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এমন পাত্র সবাই চাইবেন, বিয়ের মণ্ডপে যুবকের হাতজোড় করে বার্তা মন জয় করে নিল সকলের

বিয়েটা আর পাঁচটা বিয়ের মতই হল। তবে তার মাঝে পাত্র যা করলেন তা সকলের মন…

November 28, 2025

মহাকাশের অজানা রহস্য উন্মোচন করলেন ভারতের বিজ্ঞানীরা

রহস্যে ভরা মহাকাশের এক রহস্যের উন্মোচন করলেন ভারতীয় বিজ্ঞানীরা। যা অবশ্যই দেশের জন্য গর্বের। উন্মোচিত…

November 28, 2025

২০ বছর আগে গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া মহিলার খোঁজ মিলল, তবে ভারতে নয়

২০ বছর আগের কথা। গঙ্গাসাগর মেলায় তিনি হাজির হয়েছিলেন পুণ্য অর্জনের আশায়। তারপর আর তাঁর…

November 28, 2025

ভারতের মুকুটে বিরল পালক, আমেরিকা, চিনের পরই এশিয়া শক্তি সূচকে ৩ নম্বরে উঠে এল ভারত

মার্কিন যুক্তরাষ্ট্র আর চিনের পরই শক্তি সূচকে ভারতের নাম। ২০২৫ সালের তালিকায় এই স্থান অবশ্যই…

November 28, 2025

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৯ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 28, 2025

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৯ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 28, 2025