National

দেশে ১০ হাজারের নিচে সংক্রমণ, মৃত ৭৮

দেশে গত একদিনে ১০ হাজারের নিচে নামল সংক্রমণ। সেইসঙ্গে মৃত্যু সেই ১০০-র নিচেই ঘোরাফেরা করছে। এদিন মৃত্যু হয়েছে ৭৮ জনের।

Published by
News Desk

নয়াদিল্লি : জানুয়ারি মাস জুড়েই দেশে দৈনিক সংক্রমণ ২০ হাজারের নিচে ঘুরপাক খেয়েছে। ১০ হাজারি ঘরে ২ বার পৌঁছলেও তা ধরে রাখতে পারেনি দৈনিক সংক্রমিতের সংখ্যা। তবে জানুয়ারির একটা অংশ জুড়ে ১৫ হাজারের নিচে ঘুরেছে সংক্রমণ। সেই ১৫ হাজারের নিচে ঘুরপাক খাওয়া সংক্রমণের সংখ্যা ফেব্রুয়ারিতেও একই ধারার বজায় রেখেছে।

যদিও গত একদিনে তা ১০ হাজারের নিচে নেমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১১০ জন। এদিন দেশে ৬ লক্ষ ৮৭ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে দেড় লক্ষ বেড়েছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১ কোটি ৮ লক্ষ ৪৭ হাজার ৩০৪ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশিই হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬২৫ জনে। একদিনে কমেছে ৪ হাজার ৯৮৪ জন। করোনা অ্যাকটিভ রোগীর হার গত দিনের সঙ্গে একই জায়গায় রয়ে গেছে। রয়েছে ১.৩২ শতাংশে।

নতুন বছরে ২০০-র ঘরেই ছিল দেশে দৈনিক করোনায় মৃত্যু। দৈনিক করোনায় মৃতের সংখ্যা ২০০-র নিচেই থাকছিল। তবে ফেব্রুয়ারিতে ৯ দিনের মধ্যে ৫ দিনই তা ১০০-র নিচে রইল।

এখন মোটামুটি প্রাত্যহিকভাবে ১০০-র নিচেই থাকছে মৃত্যু। এদিন মৃত্যু হয়েছে ৭৮ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ১৫৮টি। ১.৪৩ শতাংশে রয়েছে মৃত্যুর হার।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে অনেকটা পিছনে রয়েছে পশ্চিমবঙ্গ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৬ জনের। পঞ্জাবে ১১ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ১৬ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লক্ষ ৪৮ হাজার ৫২১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.২৫ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts