National

হেমা মালিনীও রোজ মদ্যপান করেন, তাবলে কী তিনি আত্মহত্যা করছেন? বিধায়কের বিতর্কিত মন্তব্য

Published by
News Desk

মহারাষ্ট্রে পরপর কৃষকের আত্মহত্যার ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্য সরকার তাঁদের মদ্যপানে আসক্তিকেই দায়ী করেছিল। এদিন রাজ্য সরকারের সেই দাবিকে নস্যাৎ করতে গিয়ে সোজা হেমা মালিনীতে পৌঁছে গেলেন মহারাষ্ট্রের নান্দেদের নির্দল বিধায়ক বাচ্চু কাদু। একটি অনুষ্ঠানে তিনি রাজ্য সরকারের মদ্যপান যুক্তিকে নস্যাৎ করতে প্রশ্ন ছুঁড়ে দেন, অনেক অভিনেতা অভিনেত্রীই তো রোজ মদ্যপান করেন। হেমা মালিনীও রোজ মদ্যপান করেন। তাবলে কী তিনি আত্মহত্যা করছেন? এদিকে হেমা মালিনীর নাম এভাবে তোলায় বিতর্কের মুখে পড়েন বিধায়ক। পরে যদিও বিষয়টিকে উদাহরণ দিতে গিয়ে বলা বলে লঘু করার চেষ্টা করেন তিনি। কিন্তু ততক্ষণে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়েছে দেশের কোণায় কোণায়।

 

Share
Published by
News Desk