National

১০ হাজারের নিচে নেমেও দেশে ফের চড়ল দৈনিক সংক্রমণ

প্রজাতন্ত্র দিবসের দিন স্বস্তি দিয়ে দেশে ১০ হাজারেরও নিচে নেমেছিল একদিনে সংক্রমণ। কিন্তু পরদিন ফের তা চড়ল। বাড়ল একদিনে মৃতের সংখ্যাও।

Published by
News Desk

নয়াদিল্লি : নতুন বছরের শুরু থেকে প্রধানত ২০ হাজারের নিচেই রয়েছে দেশে দৈনিক সংক্রমণ। এরমধ্যেই নামা ওঠা চলছে। এমনকি ১০ হাজারি ঘরেও এরমধ্যে পৌঁছেছিল সংক্রমণ। তবে সেই ঘর ধরে রাখতে পারেনি তা। মূলত ২০ হাজারের নিচেই ঘুরপাক খাচ্ছিল সংক্রমণ।

কিন্তু প্রজাতন্ত্র দিবসের সকালে যে খতিয়ান সামনে আসে তাতে গোটা দেশ কিছুটা হলেও স্বস্তি পায়। ১০ হাজারেরও নিচে নেমে যায় একদিনে সংক্রমণ।

কিন্তু এবারও সেই ধারা আর বজায় রইল না। গত একদিনে দেশে সংক্রমিত হলেন ১২ হাজার ৬৮৯ জন। দেশে ৫ লক্ষ ৫০ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে প্রায় ১ লক্ষ ৭৫ হাজারের মত কমেছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে এদিন ১ কোটি ৬ লক্ষ ৮৯ হাজার ৫২৭ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৮ জনে। একদিনে কমেছে ৭৬৮ জন। করোনা অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৬৫ শতাংশে।

নতুন বছরে ২০০-র ঘরেই ছিল দেশে দৈনিক করোনায় মৃত্যু। এখন তা আরও নেমেছে। দৈনিক করোনায় মৃতের সংখ্যা এখন ২০০-র নিচেই থাকছে।

আগের দিন মৃতের সংখ্যা যেখানে নেমেছিল তা গত ৮ মাসে দেখা যায়নি। মৃত্যু হয়েছিল ১১৭ জনের। এদিন অবশ্য কিছুটা বাড়ল দৈনিক মৃত্যু। এদিন মৃত্যু হল ১৩৭ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৭২৪ জন। ১.৪৪ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৭ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৯ জনের। ছত্তিসগড়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৯ জনের।

কেরালায় দৈনিক সংক্রমণ এখন দেশের মধ্যে সর্বাধিক। মহারাষ্ট্রকে সংক্রমণের নিরিখে অনেক পিছনে ফেলে দিয়েছে দাক্ষিণাত্যের এই রাজ্য।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৩২০ জন।

যার হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লক্ষ ৫৯ হাজার ৩০৫ জন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯১ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts