National

দেশে করোনা অ্যাকটিভ রোগীর হার নামল ২ শতাংশেরও নিচে

ভারতে সংক্রমণ ও মৃত্যু ক্রমশ নিম্নগামী। কিন্তু এখনও প্রতিদিন কিছুটা করে হলেও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। সেইসঙ্গে সুস্থও হচ্ছেন অনেকে। এদিন মৃত্যু হল ১৮১ জনের।

Published by
News Desk

নয়াদিল্লি : ডিসেম্বরের শুরুতে টানা ৩০ হাজারি ঘর এবং পরে ২০ হাজারি ঘরে নেমে আসে দৈনিক সংক্রমণ। নতুন বছরে প্রধানত ২০ হাজারের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণ।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ১৪৪ জন। দেশে ৭ লক্ষ ৭৯ হাজার ৩৭৭টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে কিছুটা কমেছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে এদিন ১ কোটি ৫ লক্ষ ৫৭ হাজার ৯৮৫ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমেছে। দাঁড়িয়েছে ২ লক্ষ ৮ হাজার ৮২৬ জনে।

একদিনে কমেছে ২ হাজার ২০৭ জন। যার হাত ধরে এদিন ২ শতাংশেরও নিচে নেমে গেল দেশে করোনা অ্যাকটিভ রোগীর হার। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর হার ১.৯৮ শতাংশ।

ডিসেম্বরের শুরুর দিকে ৪০০-র ঘরে, তারপর ৩০০-র ঘরে এবং পরে নেমে ২০০-র ঘরে চলে আসে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। নতুন বছরে ২০০-র ঘরেই ছিল মৃত্যু। মাঝে ৩ দিনে ২০০-র নিচে নেমেছিল মৃত্যু। তারপর ২০০-র ঘরে ফিরলেও ফের তা নিচে নেমেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ১৮১ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ২৭৪ জন। ১.৪৪ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দেশে তৃতীয় স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫২ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২৭ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১৫ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ১৭০ জন।

দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ৯৬ হাজার ৮৮৫ জন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৫৮ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts