National

করোনার নতুন ধরনের ধাক্কায় ২ রাজ্যে রাতে জারি কার্ফু

ব্রিটেনে করোনার একটি নয়া ধরনের খোঁজ মিলেছে। নিজেদের মিউটেট করেছে করোনা। যা ৭০ শতাংশ বেশি সংক্রমণ ক্ষমতা ধরে। সেই আতঙ্কে ভারতের ২ রাজ্যে জারি হল রাত কার্ফু।

বেঙ্গালুরু : ব্রিটেনে যে এক নতুন ধরনের করোনা ভাইরাসের খোঁজ মিলেছে তা আগেই জানিয়ে দিয়েছে সে দেশের সরকার। এও জানিয়েছে এই মিউটেট করা করোনা আরও অনেক বেশি ক্ষমতাশালী। যা ৭০ শতাংশ বেশি সংক্রমণ ক্ষমতাযুক্ত।

এই খবর সামনে আসার পরই এক এক করে দেশ তাদের দেশে ব্রিটেনের বিমান ওঠানামা বন্ধ করেছে। ইউরোপীয় দেশগুলি তো রয়েছেই, সেই তালিকায় ভারতও রয়েছে।

এখনও পর্যন্ত বিশ্বের ৩০টি দেশ ইংল্যান্ডের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে। অন্য অনেক দেশও একই পথে হাঁটার চিন্তাভাবনা করছে।

যদিও ব্রিটেন থেকে বিমান ওঠানামা এখন বন্ধ। ভারতের স্বাস্থ্যমন্ত্রকও জানিয়ে দিয়েছে ভারতে ব্রিটেনের ওই নতুন ধরনের করোনার খোঁজ মেলেনি। তবু কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতের কিছু রাজ্য। অনেকেই এই ভয় পাচ্ছেন যে ২২ ডিসেম্বর থেকে ব্রিটেনের বিমান ওঠানামা বন্ধ হয়েছে। কিন্তু তার আগে তো ব্রিটেন থেকে মানুষ এসেছেন এখানে।

আগেই ভারতের প্রথম রাজ্য হিসাবে মহারাষ্ট্র সরকার রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত কার্ফু জারি করেছে। এবার সেই একই পথে হাঁটল কর্ণাটক। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে।

এই সময় রাজ্যবাসীকে বাড়ি থেকে বার না হতে অনুরোধ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। এই পদক্ষেপে সকলের সাহায্য চেয়েছেন তিনি।

সামনেই বড়দিন। তারপরেই রয়েছে নিউ ইয়ার। এই ২টি দিন ঘিরে আনন্দের পারদ চড়ে রাতেই। সারা বিশ্বের সঙ্গে ভারতেও সেই ছবি দেখতে পাওয়া যায়।

নানা অনুষ্ঠান, মিলনোৎসবের আয়োজন হয় বিভিন্ন জায়গায়। নাচ, গান, আনন্দে বর্ষবরণ হয়। কিন্তু সেই রাতেই আর আনন্দ করা যাবেনা এই ২ রাজ্যে।

প্রসঙ্গত ইউরোপের বিভিন্ন দেশ সহ অনেক দেশেই এখন করোনার দ্বিতীয় ঢেউকে কেন্দ্র করে কার্ফু জারি রয়েছে। লকডাউনের নিয়ন্ত্রণ জারি হয়েছে সেখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025