National

একদিনে দেশে করোনায় মৃত ৪৪২

দেশে করোনায় মৃত্যু এখন ৩০০ বা ৪০০-র ঘরে ওঠানামা করছে। গত একদিনে করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৪২ জন। গত একদিনে সংক্রমণ ৩০ হাজারে ঠেকেছে।

Published by
News Desk

নয়াদিল্লি : নভেম্বর জুড়ে সংক্রমণের ওঠানামা দেখেছেন দেশবাসী। ৪০ হাজার বা ৩০ হাজারি ঘরেই ওঠানামা চলেছে। ডিসেম্বরের পড়ে টানা ৩০ হাজারি ঘর ধরে রেখেছিল সংক্রমণ। গত একদিনে ৩০ হাজারেই ঠেকেছে সংক্রমণ।

দেশে নতুন করে সংক্রমিত বেড়েছে ৩০ হাজার ৬ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ৬৫ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে নমুনা পরীক্ষা।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৮ লক্ষ ২৬ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে অনেক বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৯ জন। একদিনে কমেছে ৩ হাজার ৯৩০ জন।

নভেম্বরে দেশে দৈনিক মৃত্যু কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে। ডিসেম্বর পড়েও সাধারণভাবে সেই একই অবস্থায় রয়ে গেছে দেশের দৈনিক মৃত্যু।

গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪৪২ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৬২৮ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৮৭ জনের, দিল্লিতে ৬০ জনের। সেখানে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৫০ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ হাজার ৪৯৪ জন। যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯৩ লক্ষ ২৪ হাজার ৩২৮ জন। দেশে সুস্থতার হার ৯৫ শতাংশের দরজায় পৌঁছে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts