National

ভারত বন্‌ধের ভাল প্রভাব পড়ল দেশের বিভিন্ন প্রান্তে

কৃষকদের ডাকে ভারত বন্‌ধের প্রভাব পড়ল প্রায় গোটা দেশেই। কোনও রাজনৈতিক ব্যানার ছাড়াই ভারত বন্‌ধে কৃষক তো বটেই সমর্থন দিলেন অনেক সাধারণ মানুষও।

নয়াদিল্লি : সংসদে কৃষি আইন পাশ করিয়ে নিতে সমস্যা হয়নি কেন্দ্রের। বিল পাশ করিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের সংসদের ২ কক্ষে রয়েছে। ফলে গত সেপ্টেম্বরে পাশ হয়ে যায় নয়া কৃষি আইন।

কিন্তু সেই আইন মেনে নিতে পারেননি অনেক কৃষক। কৃষকরা আন্দোলনের পথে পা বাড়ান। সেই আন্দোলন শুরু হয় পঞ্জাব থেকে। তারপর হরিয়ানা হয়ে ক্রমশ তা দেশের বিভিন্ন জায়গায় ছড়ায়।

২ সপ্তাহ আগে মূলত পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দল বেঁধে দিল্লির উপকণ্ঠে হাজির হন। দিল্লিতে ঢুকতে গেলে কৃষকদের ওপর লাঠিচার্জ করা হয়। চলে জল কামান।

কিন্তু কিছুই কৃষকদের আন্দোলনকে থামাতে পারেনি। বরং তাঁদের পাশে দাঁড়াতে এরপর শুরু হয় দেশের অন্য রাজ্য থেকেও এই আন্দোলনে যোগ দিতে দলে দলে পাড়ি দেওয়ার পালা।

এই মুহুর্তে কৃষক আন্দোলনে দিল্লির সীমানায় যে প্রবল কৃষক জমায়েত নজর কাড়ছে তা কিছুটা হলেও হয়তো কেন্দ্রকে বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য করছে। এদিকে দিল্লি ও তার আশপাশে এখন প্রবল ঠান্ডা। কিন্তু সেই ঠান্ডা উপেক্ষা করেই রাত দিন এক করে কৃষকরা খোলা আকাশের নিচে দিনের পর দিন কাটিয়ে যাচ্ছেন।

তাঁদের একটাই দাবি, নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। দেশের মানুষের সমর্থন বুঝতে এবং তাঁদের শক্তি কেন্দ্রকেও বুঝিয়ে দিতে মঙ্গলবার ভারত বন্‌ধ ডাকেন বিক্ষোভরত কৃষকরা। আর সেই বন্‌ধে দেশের বিভিন্ন প্রান্তে ভাল সাড়া পড়ল।

পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্ণাটক সহ দেশের নানা প্রান্তে এদিন কৃষক বিক্ষোভ নজর কেড়েছে। অনেক জায়গায় রেল রোকো হয়েছে। চাক্কা জ্যাম হয়েছে। এদিন সাধারণের সুবিধার কথা মাথায় রেখে বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চাক্কা জ্যামের সিদ্ধান্ত নেয় কৃষক সংগঠনগুলি।

দেশজুড়ে সর্বত্র যে বন্‌ধ পালিত হয়েছে এমনটাও নয়। কিছু মান্ডি খোলা ছিল। সেখানে সকলে কাজ করেছেন বটে, কিন্তু বন্‌ধকে সমর্থন জানিয়ে কাজ করেছেন। ফলে দেশজুড়ে এদিন কিন্তু নিজেদের শক্তি বোঝাতে সক্ষম হয়েছেন কৃষকরা।

এদিনে ভারত বন্‌ধে কোনও রাজনৈতিক দলকে তাঁদের জমায়েতের প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেননি কৃষকরা। কিন্তু অ-বিজেপি দলগুলি নিজেরা বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন জায়গায়। কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025