National

করোনায় মৃত্যুতে গত একদিনে মহারাষ্ট্রকেও ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ

দেশে গত একদিনে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনায় মৃত্যু। ৩০০-র ঘরে পৌঁছেছে মৃত্যু। তবে উল্লেখযোগ্য হল গত একদিনে মৃত্যুতে মহারাষ্ট্রকেও ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ।

Published by
News Desk

নয়াদিল্লি : নভেম্বর জুড়ে সংক্রমণের ওঠানামা দেখেছেন দেশবাসী। ৪০ হাজার বা ৩০ হাজারি ঘরেই ওঠানামা চলেছে। ডিসেম্বরে পড়ে টানা ৩০ হাজারি ঘর ধরে রেখেছে সংক্রমণ। তার মধ্যেই ওঠানামা করছে সংখ্যা।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৮১ জন। গত একদিনে দেশে ৮ লক্ষ ১ হাজার ৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে প্রায় ৩ লক্ষ কম নমুনা পরীক্ষা হয়েছে দেশে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৬ লক্ষ ৭৭ হাজার ২০৩ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে অনেক বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে ৩ লক্ষের ঘরে প্রবেশ করেছে। দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৬ হাজার ৭২৯ জনে। একদিনে কমেছে ৬ হাজার ৫১৯ জন।

নভেম্বরে দেশে দৈনিক মৃত্যু কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে। ডিসেম্বর পড়েও সেই একই অবস্থায় রয়ে গেছে দেশের দৈনিক মৃত্যু।

গত একদিনে অবশ্য উল্লেখযোগ্যভাবে কমেছে মৃত্যু। মৃত্যু হয়েছে ৩৯১ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৫৭৩ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রকেও ছাপিয়ে গেছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪০ জনের। সেখানে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৪৬ জনের। প্রথম স্থানে রয়েছে দিল্লি।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১০৯ জন। যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯১ লক্ষ ৩৯ হাজার ৯০১ জন। দেশে সুস্থতার হার ৯৪ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts