National

বৃষ্টি ধরেছে, উপত্যকায় আপাতত বন্যাতঙ্কে ইতি

Published by
News Desk

টানা ৪ দিন ধরে নাগাড়ে বৃষ্টির জেরে ঝিলম সহ জম্মু কাশ্মীরের অধিকাংশ নদী বিপদসীমার ওপর দিয়ে বইছিল। বহু এলাকা জলের তলায় চলে গিয়েছিল। ক্রমশ জলস্তর বৃদ্ধি পাওয়ায় উপত্যকাবাসী আতঙ্কে ভুগছিলেন। বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। আর দু-একদিন এভাবে চলতে থাকলে অবস্থা অতি ভয়ংকর চেহারা নিতে পারত। কিন্তু তার আগেই চারদিন বৃষ্টি চলার পর শনিবার থেকে মেঘ কাটতে শুরু করেছে।

বৃষ্টি ধরে আসায় ক্রমশ বিভিন্ন এলাকা থেকে জল নামছে। গত কদিনে ফুঁসতে থাকা ঝিলম নদী এদিন অনেকটা শান্ত। রামমুন্সিবাগে ঝিলম এখনও বন্যাস্তরের ওপর দিয়ে বইলেও ক্রমশ জল নামছে। অনন্তনাগে ঝিলম বেলার দিকে বিপদসীমার নিচে নেমে যায় বলে জানিয়েছে রাজ্যের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতর। অন্যান্য নদীগুলিও এদিন অনেকটা শান্ত। ফলে বন্যার আতঙ্ক কেটে গেছে। তবে জল যা বেড়েছিল তাতে অনেক জায়গাতেই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে আরও দিন দুয়েক সময় লাগবে বলে মনে করছে প্রশাসন। ফলে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জম্মু কাশ্মীর সরকার।

Share
Published by
News Desk