National

গত একদিনে মৃত্যুতে রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ

দেশে করোনায় মৃত্যু এখন ৪০০ বা ৫০০-র ঘরে ওঠানামা করছে। দেশের রাজ্যগুলির মধ্যে গত একদিনে মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রইল পশ্চিমবঙ্গ।

Published by
News Desk

নয়াদিল্লি : নভেম্বর জুড়ে সংক্রমণের ওঠানামা দেখেছেন দেশবাসী। ৪০ হাজার বা ৩০ হাজারি ঘরেই ওঠানামা চলেছে। ডিসেম্বরের পড়ে টানা ৩০ হাজারি ঘর ধরে রেখেছে সংক্রমণ। তার মধ্যেই ওঠানামা করছে সংখ্যা।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৬৫২ জন। গত একদিনে দেশে ১১ লক্ষ ৫৭ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কমেছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৬ লক্ষ ৮ হাজার ২১১ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে অনেক বেশি হয়েছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কিছুটা কমেছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯ হাজার ৬৮৯ জনে। একদিনে কমেছে ৬ হাজার ৩৯৩ জন।

নভেম্বরে দেশে দৈনিক মৃত্যু কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে। ডিসেম্বর পড়েও সেই একই অবস্থায় রয়ে গেছে দেশের দৈনিক মৃত্যু।

গত একদিনে মৃত্যু হয়েছে ৫১২ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৭০০ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে রয়েছে। প্রথমে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে দিল্লি এবং তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৫৩৩ জন। যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৫৮ হাজার ৮২২ জনে। দেশে সুস্থতার হার ৯৪ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts