National

মানুষ নয়, বন্যপ্রাণিদের জন্য তৈরি হল ব্রিজ

মানুষের যাতায়াতের সুবিধার জন্য এতদিন নানা প্রান্তে ব্রিজ তৈরি হয়েছে। কিন্তু বন্যপ্রাণিদের যাতায়াতের জন্য ব্রিজ কেউ ভেবে দেখেনি। এবার সেটাও হল।

নৈনিতাল (উত্তরাখণ্ড) : ৯০ ফুট লম্বা ব্রিজ। যাতায়াতের জন্য চওড়া ৫ ফুট। মাটি থেকে ৪০ ফুট উঁচু দিয়ে গেছে এই বিশাল ব্রিজটি। ব্রিজটি তৈরিও হয়েছে বনজ সম্পদ দিয়ে। মূলত ব্যবহার হয়েছে নানা মাপের বাঁশ। বাঁধন দিতে কাজে লাগানো হয়েছে পাটের দড়ি।

আর বন্যপ্রাণিরা যাতে বনের জীবনের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পায় সেজন্য পুরো ব্রিজ জুড়ে ব্যবহার করা হয়েছে নানা ধরণের ঘাসের। আর এভাবেই তৈরি হয়েছে এই বিশাল ব্রিজ। যা তৈরি করতে খরচ পড়েছে ২ লক্ষ টাকা। আর ব্রিজ সম্পূর্ণ হতে সময় নিয়েছে ১০ দিন।

এই এত কাণ্ড করে তৈরি ব্রিজটি কিন্তু আদৌ মানুষের যাতায়াতের জন্য নয়। তবে ব্রিজটি একসঙ্গে ৩ জন পূর্ণ বয়স্ক মানুষের ভার সামলাতে সক্ষম। তা হতে পারে, কিন্তু এতে মানুষের ওঠা মানা।

এ ব্রিজ তৈরি হয়েছে কেবল বন্য প্রাণের কথা মাথায় রেখে। তাদের সুবিধার কথা মাথায় রেখে। তাদের বেঘোরে প্রাণ হারানোয় লাগাম দিতে। এমন ব্রিজ ভারতে এই প্রথম। উত্তরাখণ্ডের বন বিভাগ এই ব্রিজ নির্মাণ করেছে। ব্রিজটি তৈরি হয়েছে রামনগর ফরেস্ট ডিভিশনে।

কেন এমন অভিনব ভাবনা? উত্তরাখণ্ডের এই রামনগর জঙ্গলের মাঝখান দিয়েই চলে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে। নৈনিতাল-কালাধুঙ্গি হাইওয়ে দিতে সারাদিন প্রচুর গাড়ি যাতায়াত করে।

এদিকে ওই জঙ্গলেই রয়েছে লেপার্ড সহ নানা ধরনের প্রাণি ও সরীসৃপ। রয়েছে নানা ধরনের বানর। সরীসৃপরা বনের মধ্যেই ঘুরে বেড়াতে গিয়ে প্রায়ই ওই হাইওয়ে পার করে। আর তখনই ঘটে বিপত্তি।

দেখা যায় ওই হাইওয়ে পার করতে গিয়ে গাড়ির চাকার তলায় প্রাণ হারাতে হয় অনেক ধরনের সাপ, গোসাপ, পাইথনদের। প্রাণ হারায় বড় চেহারার কাঠবিড়ালি থেকে বানর।

এদিকে ওই হাইওয়ে এতটাই গুরুত্বপূর্ণ যে সেখানে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। তাই ওই হাইওয়ে পারাপারের জন্য বন্যপ্রাণিদের জন্য তৈরি করা হয়েছে এমন একটি ব্রিজ।

ক্রমে বন্যপ্রাণিরা বুঝতে পারবে ওই ব্রিজ ধরে যাতায়াত করলে তাদের রাস্তায় গাড়ির ধাক্কা খেতে হবে না বা গাড়ির উপদ্রবে পড়তে হবে না। হাইওয়ে টপকে তারা সহজেই জঙ্গলের যেখানে খুশি ঘুরতে পারবে।

ব্রিজটি এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখানে হাইওয়েটি ইউ-এর মত বাঁক নিয়েছে। জঙ্গলের হাতি, লেপার্ড, নীলগাই, হরিণের মত প্রাণিদের গাড়ির চালকরা চোখে দেখতে পান। ফলে প্রয়োজনে ব্রেক কষতে পারেন।

কিন্তু সরীসৃপদের সবসময় গাড়ি চালাতে চালাতে দেখা মুশকিল। তার ফলে চাকা চলে যায় তাদের ওপর দিয়ে। এখন হয়তো অনেকটা সেই সমস্যা থেকে সুরাহা মিলল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025