National

৯০ লক্ষ পার করল দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা

দেশে ৯০ লক্ষ পার করল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। সুস্থতার হার পৌঁছে গেছে ৯৪ শতাংশে। অন্যদিকে দৈনিক সংক্রমণ ৩০ হাজারি ঘরে ওঠানামা করছে।

Published by
News Desk

নয়াদিল্লি : নভেম্বর জুড়ে সংক্রমণের ওঠানামা দেখেছেন দেশবাসী। ৪০ হাজার বা ৩০ হাজারি ঘরেই ওঠানামা চলেছে। ডিসেম্বরের পড়ে টানা ৩০ হাজারি ঘর ধরে রেখেছে সংক্রমণ। তার মধ্যেই ওঠানামা করছে সংখ্যা।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫৯৫ জন। গত একদিনে দেশে ১১ লক্ষ ৭০ হাজার ১০২টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা বেড়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৫ লক্ষ ৭১ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে অনেক বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কিছুটা কমেছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৬ হাজার ৮২ জনে। একদিনে কমেছে ৬ হাজার ৮৬১ জন।

অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। অক্টোবরের শেষে ৫০০-র ঘরেই ছিল দৈনিক মৃত্যু। নভেম্বরে এই সংখ্যাটা কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৫৪০ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ১৮৮ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যদিও মাঝেমাঝেই সংক্রমিতের সংখ্যা সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাকে ছাপিয়ে যাওয়ায় সুস্থতার হার বৃদ্ধি ধাক্কাও খাচ্ছে।

গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৯১৬ জন। যার হাত ধরে এদিন ৯০ লক্ষের গণ্ডি পার করে গেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯০ লক্ষ ১৬ হাজার ২৮৯ জনে। দেশে সুস্থতার হার ৯৪ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts