National

দেশে বাড়ল সংক্রমণ, মৃত্যু ও সুস্থতা

যতটা কম সংক্রমণ দিয়ে ডিসেম্বর শুরু হয়েছিল তা ডিসেম্বরের দ্বিতীয় দিনেই বজায় রইল না। এদিন সংক্রমণ, মৃত্যু ও সুস্থতা সবই বেড়েছে।

Published by
News Desk

নয়াদিল্লি : নভেম্বর জুড়ে সংক্রমণের ওঠানামা দেখেছেন দেশবাসী। ৪০ হাজার বা ৩০ হাজারি ঘরেই ওঠানামা চলেছে। ডিসেম্বরে পড়ে প্রথম ২ দিনে ৩০ হাজারি ঘর ধরে রেখেছে সংক্রমণ। তবে এদিন তা কিছুটা বেড়েছে।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৬০৪ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ৯৬ হাজার ৬৫১টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কিছুটা হলেও বেড়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৪ লক্ষ ৯৯ হাজার ৪১৩ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে অনেক বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কিছুটা কমেছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৬৪৪ জন। একদিনে কমেছে ৬ হাজার ৯৫৯ জন।

অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। অক্টোবরের শেষে ৫০০-র ঘরেই ছিল দৈনিক মৃত্যু। নভেম্বরেও এই সংখ্যাটা কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৫০১ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ১২২ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যদিও মাঝেমাঝেই সংক্রমিতের সংখ্যা সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাকে ছাপিয়ে যাওয়ায় সুস্থতার হার বৃদ্ধি ধাক্কাও খাচ্ছে।

গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৬২ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৮৯ লক্ষ ৩২ হাজার ৬৪৭ জনে। দেশে সুস্থতার হার ৯৪ শতাংশের ঘরে পৌঁছে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts