National

আগের দিনের চেয়ে দেশে ৪ শতাংশ কমল সংক্রমণ

সংক্রমণের একটা নিম্নমুখী ধারা বজায় ছিল নভেম্বরে। তবে মাসের শেষে দিকে এসে দৈনিক সংক্রমণ কমা বাড়া চালিয়ে যাচ্ছে। এদিন গত দিনের তুলনায় সংক্রমণ কমল।

Published by
News Desk

নয়াদল্লি : অক্টোবরের পর নভেম্বরেও দেশে সংক্রমণ কমার একটা প্রবণতা দেখা যাচ্ছিল। কম বেশি হতে থাকলেও তা নিচের দিকে নামছিল। কিছুটা ওঠা নামা করছিল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। অক্টোবরে দেশে সংক্রমণ ছিল নিম্নমুখী। যা অবশ্যই আশার আলো দেখিয়েছে। নভেম্বরেও সেই ধারা বজায় ছিল মাঝামাঝি পর্যন্ত।

কিন্তু গত কয়েকদিনে সংক্রমণের ওঠানামা বেড়েছে। গত একদিনে দৈনিক সংক্রমণ তার আগের দিনের তুলনায় ৪ শতাংশ কমেছে। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪১ হাজার ৩২২ জন। গত একদিনে দেশে ১১ লক্ষ ৫৭ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৩ লক্ষ ৫১ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে সামান্য বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা একটু কমেছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৯৪০ জনে। একদিনে কমেছে ৬১৫ জন।

অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। অক্টোবরের শেষে ৫০০-র ঘরেই ছিল দৈনিক মৃত্যু। নভেম্বরে এই সংখ্যাটা কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ২০০ জন। ১.৪৬ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যদিও মাঝেমাঝেই সংক্রমিতের সংখ্যা সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাকে ছাপিয়ে যাওয়ায় সুস্থতার হার বৃদ্ধি ধাক্কাও খাচ্ছে।

গত একদিনেও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৪৫২ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৮৭ লক্ষ ৫৯ হাজার ৯৬৯ জনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts