National

কেবল টিভি সারানোর লোক বলে ঢুকে গৃহিণীকে হত্যা

কেবল সারাতে এসেছে বলে বাড়িতে ঢোকে এক যুবক। বাড়িতে সন্তানদের নিয়ে ছিলেন চিকিৎসক গৃহিণী। তাঁকে হত্যা করে পালায় ওই যুবক।

Published by
News Desk

আগ্রা : স্বামী-স্ত্রী ২ জনই পেশায় চিকিৎসক। সার্জন হিসাবে খ্যাতি থাকা স্বামী তখন ছিলেন হাসপাতালে কর্মরত। বাড়িতে তাঁদের ৮ ও ৪ বছরের ২ ছেলেকে নিয়ে ছিলেন স্ত্রী। তিনিও পেশায় চিকিৎসক।

গত শুক্রবার সন্ধেবেলা বাড়ির একটা ঘরে খেলা করছিল ২ ছেলে। পাশের ঘরে ছিলেন মা। এই সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। চিকিৎসক গৃহিণী দরজা খুললে এক যুবক জানায় কেবল টিভি অপারেটরের কাছ থেকে আসছে। সেটটপ বক্সে কিছু সারাইয়ের কাজ রয়েছে।

সেটটপ বক্স সারাতে এসেছে শুনে বাড়িতে তাকে প্রবেশাধিকার দিয়ে দেন ৩৮ বছর বয়সী দন্ত চিকিৎসক নিশা সিংহল। যুবক বাড়িতে ঢুকে সেটটপ বক্স সারানোর নাম করে আচমকাই ওই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে।

ঠিক পাশের ঘরেই তখন খেলা করছে ২ ছেলে। একটি ধারাল ছুরি বার করে ওই মহিলার গলায় চালিয়ে দেয় ওই যুবক। মায়ের সঙ্গে কিছু একটা হয়েছে এমন আন্দাজ পেয়ে ২ ছেলে ঘরে ঢুকতে তাদেরও আঘাত করে ওই যুবক। তারপর সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়েই হাসপাতাল থেকে দ্রুত ফেরেন স্বামী অজয় সিংহল। তিনিই স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ হাতে পায়। যা দিয়ে তারা সহজেই আততায়ীকে পাকড়াও করতে সমর্থ হয়। শনিবার সকালেই গ্রেফতার করা হয় সেটটপ বক্স সারানোর নাম করে ঢোকা শুভম পাঠক নামে ওই যুবককে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে সেটটপ বক্স সারানোর নাম করে বাড়িতে ঢুকে ডাকাতির পরিকল্পনা ছিল ওই যুবকের। তাতে নিশা সিংহল সমস্যা সৃষ্টি করায় তাঁকে হত্যা করে শুভম। ঘটনাটি ঘটেছে তাজের শহর আগ্রায়।

এদিকে এভাবে এক চিকিৎসককে হত্যার ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk