National

ধস নেমে অবরুদ্ধ হাইওয়ে, দু’দিন আটকে গাড়ি, ট্রাক, বাস

Published by
News Desk

একে পর এক ধসে স্তব্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে। পাহাড়ি পথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ট্রাক, গাড়ি, বাস। বুধবারের পর বৃহস্পতিবারও ধস অব্যাহত রামবন জেলার বিস্তীর্ণ অঞ্চলে। এদিকে ধস নেমে রাস্তা অবরুদ্ধ হলেও এখনই রাস্তা সাফ করার কাজে হাত দিতে পারছে না প্রশাসন। কারণ অবশ্যই খারাপ আবহাওয়া। এদিনও বেশ কিছু জায়গায় তুষারপাত হয়েছে। রাস্তার পাশে পড়ে রয়েছে বরফের স্তূপ। এপ্রিলে এমন তুষারপাত বড় একটা নজরে পড়েনা এখানকার মানুষের। ফলে ভরা গরমেও তুষারপাতে খুশি স্থানীয় মানুষজন। তুষারপাতের জেরে স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। এদিকে আবহাওয়ার উন্নতি না হলে ধস নামা রাস্তা সাফ করা সম্ভব নয় বলেই জানান হয়েছে। সেইসঙ্গে জম্মু বা শ্রীনগর থেকে কোনও গাড়িকে ওই রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না। যেগুলি আটকে পড়েছে সেগুলি এক জায়গায় দুদিন ধরে স্থির হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তবে গাড়ি নিয়ে আটকে পড়া মানুষজনের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।

 

Share
Published by
News Desk