National

চিন্তা বাড়িয়ে দেশে লাফিয়ে বাড়ল সংক্রমণ ও মৃত্যু

দেশে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু। এদিন ফের ৫০ হাজার ছুঁয়েছে দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যু এদিন অনেকটা বেড়েছে।

Published by
News Desk

নয়াদিল্লি : অক্টোবর জুড়েই দেশে সংক্রমণ ক্রমশ নিচে নেমেছে। কমেছে মৃত্যুও। নভেম্বরে পড়েও সেই অক্টোবরের ধারাবাহিকতা বজায় ছিল। কিন্তু বৃহস্পতিবার যেন তাতে ছন্দপতন হল।

অক্টোবরে সংক্রমণ কমে ৭০ হাজার, তারপর ৬০ হাজার হয়ে ৫০ হাজারি ঘর পৌঁছয়। তারপর আরও নেমে ৪০ হাজারি ঘরে ঘুরেছে দৈনিক সংক্রমণ। মাঝে একদিন তো ৩০ হাজারি ঘরেও প্রবেশ করে সংক্রমণ। সব মিলিয়ে অক্টোবরে দেশে সংক্রমণ ছিল নিম্নমুখী। যা অবশ্যই আশার আলো দেখিয়েছে।

নভেম্বরে পড়েও সেই ধারা বজায় ছিল। ৩০ হাজারি ঘরে নেমেও ফের ওপরে উঠেছে সংক্রমণ। এদিনও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা নতুন সংক্রমিতের চেয়ে কিছুটা বেশি হয়েছে।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২১০ জন। গত একদিনে দেশে ১২ লক্ষ ৯ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা সামান্য কমেছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৮৩ লক্ষ ৬৪ হাজার ৮৬ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। গত একদিনে সংক্রমিতের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমেছে। দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৯৬২ জনে। একদিনে কমেছে ৫ হাজার ৮২৫ জন।

অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। অক্টোবরের শেষে ৫০০-র ঘরেই ছিল দৈনিক মৃত্যু।

নভেম্বরের ১ তারিখ থেকে পরপর ৩ দিন ৪০০-র ঘর ধরে রাখে মৃতের সংখ্যা। ফের পৌঁছে যায় ৫০০-র ঘরে। কিন্তু বৃহস্পতিবার তা লাফিয়ে ফের ৭০০-র ঘরে পৌঁছে গেছে।

গত একদিনে ৭০৪ জনের মৃত্যু হয়েছে দেশে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩১৫ জন। ১.৪৯ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনেও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৫ হাজার ৩৩১ জন।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৭৭ লক্ষ ১১ হাজার ৮০৯ জন। দেশে সুস্থতার হার ৯২ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts