National

মুখে মাস্ক না থাকলে এবার অন্য সাজা

করোনাকালে মুখে মাস্ক পরেই রাস্তায় বার হোন। একথা বারবার প্রচার সত্ত্বেও অনেকেই তাতে আমল দিচ্ছেন না। তাঁদের জন্য এবার অন্য উপায় বার করা হল।

Published by
News Desk

মুম্বই : করোনার কোপে গোটা বিশ্ব। এখনও এর কোনও ওষুধ নেই, টিকা নেই। বিশ্বজুড়ে এখন বিশেষজ্ঞেরা তাই একটাই কথা বারবার বলছেন। মুখে মাস্ক পরুন, হাত বারবার সাবান দিয়ে ধুয়ে নিন এবং অন্য ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখুন।

এই ৩ পথ সঠিকভাবে অবলম্বন করতে পারলে করোনার ছড়িয়ে পড়াকে অনেকটা ঠেকিয়ে রাখা সম্ভব। তাই রাস্তায় বার হলে মুখে মাস্ক আবশ্যিক।

কিন্তু এত প্রচার, এত সংক্রমণ বা এত মৃত্যুর পরও কিছু মানুষকে সচেতন করা সম্ভব হয়নি। এখনও তাঁরা রাস্তায় মুখে মাস্ক না পরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এঁদের শায়েস্তা করতে এবার জরিমানা নয়, একদম অন্য রাস্তায় হাঁটল বৃহন্মুম্বই পুরসভা।

করোনা মহারাষ্ট্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। মুম্বই শহরেও করোনার দাপট ভয়ংকর। তা সত্ত্বেও বহু মানুষ এখন সেখানে রাস্তায় মুখে মাস্ক ছাড়াই বার হচ্ছেন। ঘুরে বেড়াচ্ছেন। মুখে মাস্ক না দেখলে জরিমানা হবে জানানোর পরও তাঁদের হুঁশ ফেরেনি। অনেকে আবার পাকড়াও করলে জানিয়ে দেন জরিমানা গোনার অর্থ তাঁর কাছে নেই।

এবার থেকে মুম্বইয়ের রাস্তায় মুখে মাস্ক ছাড়া ঘুরলে জরিমানা তো হবেই। আর তা দিতে না পারলে দিতে হবে রাস্তা ঝাঁট। ঝাড়ু হাতে মুম্বইয়ের রাস্তা সাফ করতে হবে।

বৃহস্পতিবার থেকেই এই সাজা শুরু হয়ে গেছে। রাস্তায় মুখে মাস্ক ছাড়া কাউকে ধরা হলে নিয়মমতো প্রথমে তাঁকে ২০০ টাকা জরিমানা করা হচ্ছে। সেই টাকা দিতে না চাইলে তাঁকে টাকা দিতে জোর করা হচ্ছেনা। তবে ধরিয়ে দেওয়া হচ্ছে ঝাঁটা ও মপ। যা দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে মুছতে হচ্ছে তাঁদের।

বারবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সকলকে অনুরোধ করেছিলেন মুখে মাস্ক পরার জন্য। কিন্তু সে কথায় এখনও অনেকে কর্ণপাত করছেননা। তাই তাঁদের শায়েস্তা করতেই রাস্তা সাফ করানোর নতুন পথ নিল পুরসভা।

এক্ষেত্রে গাড়ি নিয়ে কেউ যান বা রাস্তা দিয়ে হেঁটে, নিস্তার নেই কারও। প্রসঙ্গত কলকাতার রাস্তাতেও বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন মুখে মাস্ক না দিয়েই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk