National

বন্যাতেও রেহাই নেই ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস

বন্যা থেকে এখনও রেহাই মেলেনি। ফিরে আসেনি স্বাভাবিক পরিস্থিতি। এর মধ্যেই ফের টানা ৩ দিন ধরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

অমরাবতী : বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ প্রবল ঝড় এবং বৃষ্টি নিয়ে আছড়ে পড়েছিল অন্ধ্রপ্রদেশের ওপর। যে ঝড়বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি তেলেঙ্গানাও।

অন্ধ্র ও তেলেঙ্গানা গত সপ্তাহ থেকেই জলে ভাসছে। মৃত্যু পৌঁছেছে ১০০ জনের কাছে। অন্ধ্রপ্রদেশে তো দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে। ফলে বন্যা পরিস্থিতি থেকে রেহাই মিলছে না। বরং অবস্থা আরও শোচনীয় আকার নিচ্ছে।

তেলেঙ্গানারও পরিস্থিতি সঙ্গিন। সেখানেও বহু এলাকা জলের তলায় চলে গেছে। আর এর মধ্যেই ফের চিন্তার কথা শোনাল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। আর তার জেরে প্রবল বৃষ্টি হবে আগামী ৩ দিন ধরে। যার প্রভাব সোমবার সন্ধে থেকেই উপকূলীয় অন্ধ্রপ্রদেশ টের পাচ্ছে।

সেখানে সোমবার সন্ধে থেকে ফের প্রবল বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবারও বৃষ্টি চলেছে। শুধু উপকূলীয় এলাকা বলেই নয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। তেলেঙ্গানাতে এর প্রভাব পরতে শুরু করেছে।

অন্ধ্রপ্রদেশের যা পরিস্থিতি তাতে জোরকদমে উদ্ধারকাজ চালিয়েও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছেনা। মাঝে মাঝে বৃষ্টি উদ্ধারকাজে বাধা দিচ্ছিল। এবার প্রবল বৃষ্টি যদি টানা ৩ দিন ধরেই চলে তাহলে পরিস্থিতি আরও খারাপ চেহারা নেবে। যেখানে উদ্ধারকাজ চালানোই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

ইতিমধ্যেই বহু এলাকা জলের তলায় চলে গেছে। অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গবাদি পশুদের হাল বেহাল। বিঘার পর বিঘা খেত জমি জলের তলায় চলে গেছে। এখনও কত ফসল নষ্ট হয়েছে তা পরিস্কার নয়। বহু সম্পত্তির ক্ষতি হয়েছে।

সব কিছুর মধ্যে একটাই আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস যে গত সপ্তাহের অতি গভীর নিম্নচাপ যে তাণ্ডব দেখিয়েছিল সে তুলনায় এবার তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল।

ফলে সেই ভয়ংকর পরিস্থিতি হয়তো আর দেখতে হবে না। কিন্তু অন্ধ্রের অনেক জায়গার যা পরিস্থিতি তাতে এখন কিছুটা বৃষ্টিও আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk