National

১২ দিন পর ফের মৃত্যু হাজারের ওপর

দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নামছে। সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতাও বেশি। কিন্তু ৩ অঙ্কে থাকা করোনায় মৃত্যু ফের গত একদিনে হাজারের ওপর চলে গেল।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে পড়েনি। বরং প্রথম দিকে ৭০ হাজারি ঘরে এবং পরে তা নেমে এখন ৬০ হাজারি ঘরেই থাকছে। পরপর ৫ দিনে ৬০ হাজারি ঘরেই রইল সংক্রমণ।

অন্যদিকে এদিনও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা নতুন সংক্রমিতের চেয়ে বেশি রয়েছে। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৭১ জন। গত একদিনে দেশে ৯ লক্ষ ৭০ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে সামান্য কমেছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা ৭৫ লক্ষের দরজায় পৌঁছে গেছে। ৭৪ লক্ষ ৯৪ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা।

গত একদিনে সংক্রমিতের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমেছে। দাঁড়িয়েছে ৭ লক্ষ ৮৩ হাজার ৩১১ জনে। একদিনে কমেছে ১১ হাজার ৭৭৬ জন।

দেশে মৃতের সংখ্যাও গত ১২ দিন ধরেই হাজারের নিচে থাকছিল। নিয়মিতভাবে মৃত্যুর সংখ্যা নিচে না নামলেও ৩ অঙ্কের ঘর ধরে রেখেছিল মৃত্যু। কিন্তু সেই ধারা ১৩ তম দিনে গিয়ে ভাঙল। ফের মৃত্যু হাজারের ওপর চলে গেল।

মহারাষ্ট্রে গত একদিনে ৪৬৩ জনের মৃত্যু দেশের মোট মৃত্যুকে হাজারের ওপর নিয়ে চলে গেল। গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৩১ জন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭২ হাজার ৬১৪ জন। গত দিনের চেয়ে অনেকটাই বেড়েছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৬৫ লক্ষ ৯৭ হাজার ২০৯ জন। দেশে সুস্থতার হার ৮৭ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus