National

একদিন কমে দেশে ফের বাড়ল মৃত্যু

দেশে করোনায় দৈনিক মৃত্যু আগের দিন নেমেছিল ৭০০-র নিচে। কিন্তু সেই নিম্নমুখী ধারা বজায় রইল না। ফের লাফ দিয়ে একদিনে মৃত্যু পৌঁছল ৮৯৫ জনে।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে না পড়লেও খুব একটা নিচেও নামেনি সংক্রমণ। ৭০ হাজারি ঘরেই অধিকাংশ সময় ঘুরেছে সংক্রমণ। কিন্তু গত মঙ্গলবার দেশে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে নিচে নামে। ৫০ হাজারি ঘরে ঢুকে পড়ে। তারপর পরপর ৩ দিনই ৬০ হাজারি ঘরেই রইল সংক্রমণ।

অন্যদিকে এদিনও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা নতুন সংক্রমিতের চেয়ে বেশি রয়েছে। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৩৭১ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ২৮ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে কমেছে।

গত একদিনে রোগীর সংখ্যা বৃদ্ধি হলেও দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা ৭৩ লক্ষের ঘরেই রয়ে গেছে। ৭৩ লক্ষ ৭০ হাজার ৪৬৮ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা।

গত একদিনে সংক্রমিতের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কিছুটা বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে। দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪ হাজার ৫২৮ জন। একদিনে কমেছে ৭ হাজার ৮৬২ জন।

দেশে মৃতের সংখ্যাও গত ১১ দিন ধরেই হাজারের নিচে থাকছে। দেশে করোনায় দৈনিক মৃত্যু আগের দিন নেমেছিল ৭০০-রও নিচে। কিন্তু সেই নিম্নমুখী ধারা বজায় রইল না। ফের লাফ দিয়ে একদিনে মৃত্যু গত একদিনে পৌঁছল ৮৯৫ জনে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১২ হাজার ১৬১ জন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে কিছুটা বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৩৩৮ জন। গত দিনের চেয়ে খানিকটা বেড়েছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৬৪ লক্ষ ৫৩ হাজার ৭৭৯ জনে। দেশে সুস্থতার হার ৮৭ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts