National

দীর্ঘদিন পর সাতশোর নিচে দেশে দৈনিক মৃত্যু

দেশে করোনায় দৈনিক মৃত্যু নামল ৭০০-র ঘরের নিচে। দীর্ঘদিন পর এমনটা হল। যদিও দেশে যখন মৃত্যুর সংখ্যা নামছে, এ রাজ্যে তা বাড়ছে।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে না পড়লেও খুব একটা নিচেও নামেনি সংক্রমণ। ৭০ হাজারি ঘরেই অধিকাংশ সময় ঘুরেছে সংক্রমণ। কিন্তু গত মঙ্গলবার দেশে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে নিচে নামে। ৫০ হাজারি ঘরে ঢুকে পড়ে গত একদিনের নতুন করে সংক্রমণ।

বুধবার ফের তা বেড়ে পৌঁছে যায় ৬০ হাজারি ঘরে। বৃহস্পতিবারও সেই ৬০ হাজারি ঘরেই রইল সংক্রমণ। অন্যদিকে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি হওয়াটা অবশ্য অনেকটা ভরসা যোগাচ্ছে।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭০৮ জন। গত একদিনে দেশে ১১ লক্ষ ৩৬ হাজার ১৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে বেড়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা ৭৩ লক্ষের ঘরে পৌঁছে গেল। ৭৩ লক্ষ ৭ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা।

গত একদিনে সংক্রমিতের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে। দাঁড়িয়েছে ৮ লক্ষ ১২ হাজার ৩৯০ জন। একদিনে কমেছে ১৪ হাজার ৪৮৬ জন।

দেশে মৃতের সংখ্যাও গত ১০ দিন ধরেই হাজারের নিচে থাকছে। এদিন অনেকটা কমেছে মৃতের সংখ্যা। দীর্ঘ সময় পর দেশে দৈনিক মৃত্যু ৭০০-র নিচে নামল।

গত ১১ দিন ৩ অঙ্কের ঘরেই রয়েছে মৃতের সংখ্যা। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৮০ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১১ হাজার ২৬৬ জন।

দেশে যখন করোনায় মৃত্যুর সংখ্যা কমছে তখন এ রাজ্যে কিন্তু হচ্ছে উল্টোটা। সামান্য করে হলেও বাড়ছে দৈনিক মৃত্যু।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেক বেশি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮১ হাজার ৫১৪ জন। গত দিনের চেয়ে অনেকটাই বেড়েছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৮৩ হাজার ৪৪১ জন। দেশে সুস্থতার হার ৮৭ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus