National

গাছের প্রাণ বাঁচাতে গিয়ে আগুনে নিজের প্রাণ দিলেন তরুণী

Published by
News Desk

যোধপুরের কাছে হরিয়াধান গ্রামে রাস্তা তৈরির জন্য গাছ কাটা চলছিল। সেই সময়ে ললিতা নামের মেয়েটি রুখে দাঁড়ান। তাঁর জমির মধ্যে পড়া একটি গাছ কাটতে বাধা দেন তিনি। অভিযোগ এই নিয়ে গ্রামে সরপঞ্চ বা মোড়ল ও এক রাজস্ব আধিকারিকের মধ্যে বচসা বাধে। ললিতার ভাইয়ের অভিযোগ ঠিক তখনই আচমকা সরপঞ্চ রণবীর সিং চম্পত, রাজস্ব আধিকারিক ওমপ্রকাশ সহ ১০ জন ললিতাকে ঘিরে ধরে। তারপর রাস্তার ওপর তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রকাশ্য রাস্তায় তীব্র আর্তনাদে ককিয়ে ওঠেন ললিতা। আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। হাড়হিম করা এমন এক পাশবিক ঘটনার পর পোড়া দেহ নিয়ে গ্রামবাসীরাই যোধপুরের হাসপাতালে ছোটেন। সেখানেই ললিতাকে মৃত বলে ঘোষণা করা হয়। সোমবার সকালে ললিতার দেহ ময়নাতদন্তের পর গ্রামে পৌছলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। সাফ জানিয়ে দেন যতক্ষণ না সরপঞ্চ, রাজস্ব আধিকারিক সহ অভিযুক্তদের গ্রেফতার করা না হয়, ততক্ষণ ললিতার দেহ সৎকার করা হবে না।

 

Share
Published by
News Desk