National

পুরীর সোনালি সৈকত পেল নীল পতাকা সম্মান

পুরীর সমুদ্রসৈকত মানেই বাঙালির প্রাণের ছুটির ঠিকানা। পুরীর সেই সোনালি সৈকতের মুকুটে এল নতুন পালক। বিরল নীল পতাকা সম্মান পেল এই সৈকত।

ভুবনেশ্বর : পুরী নামটা শুনলেই বাঙালির মনটা কেমন পালাই পালাই করে। কটা দিনের জন্য পুরীর সমুদ্রের ধারে ঘুরে এলে যেন প্রাণ ফিরে পায় বাঙালি।

পুরী বাঙালিদের অন্যতম পর্যটন ঠিকানা হলেও সারা ভারত তথা সারা বিশ্ব থেকেই বহু পর্যটক আসেন এখানে ঘুরতে। পুরীর মন্দির ও শ্রী জগন্নাথদেবের দর্শনে। সেই পুরীর গোল্ডেন বিচ এবার পেল বিরল সম্মান। নীল পতাকা সম্মানে ভূষিত হল এই সমুদ্রসৈকত।

বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন সমুদ্রসৈকতগুলি এই সম্মান পেয়ে থাকে। ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন এই নীল পতাকা সম্মান দিয়ে থাকে। যা পেতে মুখিয়ে থাকে বিশ্বের যে কোনও সমুদ্রসৈকত।

ভারতে মোট ৮টি সমুদ্রসৈকত এই নীল পতাকা সম্মান অর্জন করেছে। যার একটি হল পুরী। রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ট্যুইট করে এই সম্মান অর্জনের কথা জানিয়েছেন।

ট্যুইটে নবীন পট্টনায়েক জানিয়েছেন, অনেকগুলি কঠিন শর্ত নিশ্চিত হওয়ার পর এই সম্মান প্রদান করা হয়েছে। বিশ্বমানের পর্যটন সুবিধাও রয়েছে এখানে।

পুরীর সৈকত এই সম্মান কিন্তু সহজে পায়নি। এজন্য ৩৩টি বিষয়ে পাশ করতে হয়েছে তাদের। যেখানে কেবল স্বচ্ছতাই একমাত্র শর্ত নয়। শর্ত রয়েছে আরও অনেক।

যেমন সেখানে দেখা হয়েছে এই সমুদ্রসৈকত কতটা শিক্ষামূলক দিক ধরে রাখতে পারছে। কতটা এই সৈকত সুরক্ষিত পর্যটকদের জন্য তাও দেখা হয়েছে।

আতস কাচের তলায় ফেলা বিভিন্ন বিষয় সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর নীল পতাকা সম্মান প্রদান করা হয়েছে পুরীর সোনালি সমুদ্রসৈকতকে। দিগবরেনি স্কোয়ার থেকে মেফেয়ার হোটেলের পিছন দিক, এই ৮৭০ মিটার সমুদ্রসৈকত নিয়েই পরীক্ষা হয়। যাতে পাশ করে পুরীর সোনালি বালুকা বেলা।

এই অংশকে সাজিয়েও তোলা হয়েছিল আগেই। এই সাজিয়ে তোলার জন্য মোটা অর্থ ব্যয়ও করা হয়েছিল ওড়িশা সরকারের তরফে। সেই সাজিয়ে তোলা এবার এনে দিল নীল পতাকা সম্মান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025