Categories: National

ব্যাপম কেলেঙ্কারি, গ্রেফতার অন্যতম অভিযুক্ত

Published by
News Desk

ব্যাপম কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত রমেশ শিবহরিকে গ্রেফতার করল সিবিআই ও উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এদিন কানপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মধ্যপ্রদেশ প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড বা ব্যাপম-এ অনিয়ম নিয়ে কোচিং সেন্টারের মালিক রমেশের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। রমেশের বিরুদ্ধে মূল অভিযোগ একটি কোচিং সেন্টার চালানোর পাশাপাশি সে বিভিন্ন পেশাগত পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার জন্য লোকের ব্যবস্থা করে দিত। ব্যাপমে যুক্ত আধিকারিকদের একাংশ এসব পরীক্ষায় মোটা অর্থের বিনিময়ে চাকরি সুনিশ্চিত করার একটি চক্র চালাত বলেও অভিযোগ। যার অন্যতম মুখ ছিল রমেশ শিবহরি। এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত প্রায় ৫০ জন ব্যক্তির গত বছর অস্বাভাবিকভাবে মৃত্যুর পর মামলাটি আরও ঘোরাল আকার নেয়। ব্যাপম কেলেঙ্কারিতে সিবিআই ১৫৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

Share
Published by
News Desk