National

দেশে ৭০ লক্ষে সংক্রমণ ও ৬০ লক্ষে সুস্থতা

দেশে সংক্রমিতের সংখ্যা ৭০ লক্ষ পার করল এদিন। অন্যদিকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন ঢুকে পড়ল ৬০ লক্ষের ঘরে।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে না পড়লেও খুব একটা নিচেও নামেনি সংক্রমণ। এখন মোটামুটি ৭০ হাজারের ঘরে ঘোরাফেরা করছে দৈনিক সংক্রমণ।

বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়াটা অবশ্য অনেকটা ভরসা যোগাচ্ছে।

গত একদিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৩ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ৭৮ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা ৭০ লক্ষের ঘরে পৌঁছে গেছে। দাঁড়িয়েছে ৭০ লক্ষ ৫৩ হাজার ৮০৬ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে এদিন অনেক বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে। দাঁড়িয়েছে ৮ লক্ষ ৬৭ হাজার ৪৯৬ জন। একদিনে কমেছে ১৫ হাজার ৬৮৯ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা প্রায় ১ মাস ধরে ১ হাজারের ওপরই থেকেছে।

গত এক সপ্তাহে কিন্তু মৃত্যু ৩ অঙ্কের ঘরে নেমেছে। ১ হাজারের নিচে থেকেছে মৃত্যু। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯১৮ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮ হাজার ৩৩৪ জন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেক বেশি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৯ হাজার ১৫৪ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৬০ লক্ষের ঘরে পৌঁছে গেছে।

মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৭৭ হাজার ৯৭৬ জন। দেশে সুস্থতার হার ৮৬ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus