National

স্ত্রীর মুণ্ড নিয়ে সটান পুলিশের কাছে স্বামী

স্ত্রীর মুণ্ড নিয়ে অবলীলায় পুলিশ স্টেশনে হাজির হল স্বামী। কাটা মুণ্ড হাতে ওই ব্যক্তিকে দেখে হতবাক পুলিশ স্টেশনে কর্তব্যরত পুলিশ কর্মীরা।

Published by
News Desk

বান্দা (উত্তরপ্রদেশ) : হাতে ঝুলছে এক মহিলার কাটা মুণ্ড। রক্তে ভেসে যাচ্ছে। ওই অবস্থায় মুণ্ড নিয়ে পুলিশ স্টেশনে হাজির হল এক ব্যক্তি। পুলিশ স্টেশনে এসে জানায় যে মহিলার মুণ্ড তার হাতে ঝুলছে তা তার স্ত্রীর।

সেই তার স্ত্রীর মুণ্ড ধর থেকে আলাদা করে দিয়েছে। তারপর সেই কাটা মুণ্ড নিয়ে এসেছে থানায়। আত্মসমর্পণ করতে চায় সে। স্ত্রীকে হত্যা করার দায় সে নিজেই পুলিশের কাছে এসে স্বীকার করে।

একটা কাটা মুণ্ড হাতে এক ব্যক্তি থানায় ঢুকছে। এই দৃশ্য গোটা থানাকেও হতভম্ব করে দেয়। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে ওই ব্যক্তি সব খুলে বলার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছে, তার ধারণা তার স্ত্রী বিমলার সঙ্গে প্রতিবেশি এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে। এমন এক অবৈধ সম্পর্ক রয়েছে বলে মনে করলেও তার স্ত্রী তাকে কিছু জানায়নি। কিন্তু এ নিয়ে ২ জনের মধ্যে ইদানিং ঝগড়া হচ্ছিল প্রায়ই।

স্ত্রীর সঙ্গে অন্য এক ব্যক্তির সম্পর্ক মেনে নিতে পারেনি চিনার যাদব নামে ওই ব্যক্তি। ঝগড়া সম্পর্ককেও তিক্ত করে তুলেছিল। এদিন সকালেও তার সঙ্গে বিমলার ঝগড়া বাঁধে। সেই ঝগড়া চরমে ওঠে এক সময়।

ঝগড়া চরমে উঠলে রাগের মাথায় একটি ধারাল অস্ত্র তুলে নেয় চিনার। তারপর তা দিয়ে স্ত্রী বিমলার গলা কেটে নেয়। মুণ্ড ধর থেকে আলাদা হয়ে যায়। তারপর সেই মুণ্ড নিয়ে নিয়ে চিনার হাজির হয় থানায়। মুণ্ডটি পুলিশের হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ করে সে।

পুলিশ ওই মুণ্ড পাওয়ার পর চিনারের কথা মত তার বাড়িতে হাজির হয়। সেখান থেকে স্ত্রীর দেহের বাকি অংশ উদ্ধার হয়। পরে তা ময়নাতদন্তে পাঠানো হয়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার নেতানগর এলাকায়। ঘটনাটি ঘটে খুব সকালে। ঘটনা ঘিরে এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk