National

দৈনিক সংক্রমণ বাড়লেও ভরসা যোগাচ্ছে সুস্থতা

দেশে দৈনিক সংক্রমণ একটু কমে ফের বাড়ছে। তবে সুস্থতা তার চেয়ে এগিয়েই থাকছে।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে না পড়লেও খুব একটা নিচেও নামেনি সংক্রমণ।

গত মঙ্গলবার যেখানে সংক্রমণ নেমেছিল তা বিগত ১ মাসেরও বেশি সময় দেখতে পাওয়া যায়নি। যদিও সেই নিম্নগামী ধারা বজায় থাকেনি। ফের তা বেড়ে গেল পরপর ২ দিনে।

বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়াটা অবশ্য অনেকটা ভরসা যোগাচ্ছে।

গত একদিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৪৯ জনে। গত একদিনে দেশে ১১ লক্ষ ৯৪ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা ৬৮ লক্ষের ঘরে পৌঁছে গেছে। দাঁড়িয়েছে ৬৮ লক্ষ ৩৫ হাজার ৬৫৫ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে এদিন অনেক বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমে দাঁড়িয়েছে ৯ লক্ষ ২ হাজার ৮২৫ জন। একদিনে কমেছে ৫ হাজার ৪৫৮ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা প্রায় ১ মাস ধরে ১ হাজারের ওপরই থেকেছে। গত ৫ দিনে কিন্তু মৃত্যু ৩ অঙ্কের ঘরে নেমেছে। ১ হাজারের নিচে থেকেছে মৃত্যু।

গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৭১ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫২৬ জন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৩ হাজার ১১ জন।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৫৮ লক্ষ পার করেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ২৭ হাজার ৭০৪ জনে। দেশে সুস্থতার হার ৮৪ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus