National

দেশবাসীর মন ভাল করে অনেকটা নিচে নামল সংক্রমণ, কমল মৃত্যুও

ভারতে গত একদিনে সংক্রমণ যেখানে নেমেছে সেখানে গত এক মাসেরও বেশি সময়ে পৌঁছয়নি কখনও। অন্যদিকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা তুলনায় অনেক ওপরে রইল।

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে পড়ে সেই প্রবণতায় ক্রমশ হ্রাস দেখতে পাওয়া যাচ্ছ। তবে মঙ্গলবার যেখানে সংক্রমণ নামল তা বিগত ১ মাসেরও বেশি সময়ে দেখতে পাওয়া যায়নি। যদিও তার পরেও বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত।

মাঝে মাঝে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়া অনেকটা ভরসা যোগাচ্ছে। গত একদিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৬১ হাজার ২৬৭ জনে।

গত একদিনে দেশে ১০ লক্ষ ৮৯ হাজার ৪০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তার আগের দিনের চেয়ে ১ লক্ষ নমুনা পরীক্ষা বেশি হয়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা ৬৬ লক্ষের ঘরেই রয়ে গেছে। দাঁড়িয়েছে ৬৬ লক্ষ ৮৫ হাজার ৮২ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে এদিন অনেক বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমে দাঁড়িয়েছে ৯ লক্ষ ১৯ হাজার ২৩ জন। একদিনে কমেছে ১৫ হাজার ৪০৪ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা প্রায় ১ মাস ধরে ১ হাজারের ওপরই থেকেছে। গত ৩ দিনে কিন্তু সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যুও উল্লেখযোগ্যভাবে ক্রমহ্রাসমান। ১ হাজারের নিচে তো রইলই। সেইসঙ্গে নিচে নামছে মৃত্যু।

গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩ হাজার ৫৬৯ জন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেক বেশি। সংক্রমিত ও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যার মধ্যের ফারাক এদিন যতটা বড় হয়েছে তা গত ২ মাসেও দেখা যায়নি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫ হাজার ৭৮৭ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৫৬ লক্ষ পার করেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯০ জন। দেশে সুস্থতার হার ৮৪ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025